www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মরুর কান্না

আকাশটা এখন মেঘ মুক্ত
সম্পূর্ণ সচ্ছ নীলাকাশ
হূদয়-হীন মরুভূমিটা এখন সংকীর্ণ
কমে গেছে তার আয়ু
সবুজে ছেয়ে নিয়েছে তারে
অসহায় হয়ে নির্বিকারে কাঁদছে মরু ।
কোথায় হারালো মরুর সেই উত্তপ্ততা
কোথায় গেলো রঙহীন সেই মরু-হাওয়া
চিকচিক হাসির ঝরণাময়ী বালুর হাসি আর নাই
কেবল-ই গহীন অরণ্যের হাতছানি ।
নাই তো আর দারুণ ক্লান্তি
মূছে যায় মরুর চিহ্ন-টুকুও বুঝি ।

মরুর বুক ফেটে আর্তনাৎ আসে
কূল্-হীন বিরহে বুক যায় ফেটে
বিলিন হচ্ছে জন্মগত অস্তিত্ব
নিঃস্ব করলো যে সর্বনাসী সবুজ হাওয়া ।
ম্লান হয়েছে চারপাশ মরুর কান্নাতে
কেউ তা জানে না
কেবল-মরুর বুকে অসহ্য যন্ত্রণা ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৫১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৮/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast