www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ইতস্তত সময়

তুমি আজ মেঘলা বিকেলে একলা ছাদে দাঁড়িয়ো না
বিষন্ন ঐ একাকিত্বের টানেই আকাশ ভেঙে বৃষ্টি নামবে আজ
তুমি আজ চেয়ে থেকনা ঐ সুদূর আকাশ পানে
তোমার ঐ নিঃসঙ্গতাকে সঙ্গ দিতে অমাবস্যা নামবে আজ।

তুমি আর বুক ভরে নিওনা ঐ ভোরের বাতাস
তোমার কঠিন হৃদয় এমনিতেই অনেক শীতল।
তুমি ধরতে এসোনা ঐ ফুটন্ত লাল গোলাপ
কাঁটার আঘাতে জর্জরিত হবে হাত।

তুমি মিষ্টি হাসি হেসো না আমায় দেখে
ঐ হাসিতে বেদনা অনেক বেশী।
তুমি তীর্যক দৃষ্টিতে তাকিয়ে থেকো না আজ
অরক্ষিত বোধ করে আমার গোপন চাওয়াগুলো।

তুমি একলা আমার সামনে এসোনা আর
ইতস্তত সময় চলে ধীরে;
তুমি মন টা দিয়ে মন টেনো না মোর
হৃদকম্পন যায় যে হঠাৎ বেড়ে।

- মুকিত
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৮২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • নির্ঝর রাজু ০১/১০/২০১৩
    কবিতা শুরু হয়েছিল বেশ রোমান্টিকতা দিয়ে পরক্ষনেই বুকের ভিতরে জেগে ওঠে বিরহের হাহাকার, জানিনা কবি ব্যক্তিগত জীবনের সাথে কোন সংযোগ আছে কিনা!******* তা মুকিতদাকে বলি, আমার ব্লগ বাড়িতে মাঝে মধ্যে একটু ঢু মেরে আসলে কি হয় এমন!
    • মুকিত ০১/১০/২০১৩
      হা আমার কল্পনার যে ব্যক্তিগত জীবন তাতে আমি এভাবেই ভেবে নেই কবিতার নায়িকা অথবা নায়ক কে......তারপর তার মনের ভেতরে ঢুকে লিখতে শুরু করি......আপনার আমন্ত্রণ রক্ষা করব অবশ্যই।
  • আর. এইচ. মামুন ০১/১০/২০১৩
    বাহ অনেক কিছুই করতে মানা
  • Înšigniã Āvî ০১/১০/২০১৩
    বাহ...
 
Quantcast