www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রিয়তমা

প্রিয়তমা - তোমায় আমি একগুচ্ছ ফুটন্ত লাল গোলাপ এনে দেব,
এনে দেব সুখ সাগরের ভরাপাত্র সুমিষ্ট জল।
যদি তুমি চাও তোমায় নিয়ে বেড়াতে যাব দুর পাহাড়ের কোল ঘেষা সমুদ্র তীরে।
সেখানে বালুকাবেলায় তোমার কোলেতে মাথা রেখে কাটাব কিছুটা একান্ত সময়;
তুমি শুধু আমায় ঢেকে রেখ তোমার ঐ লাল শাড়ির আঁচলের ভালবাসায়।


প্রিয়তমা - আমি তোমার জীবন জ্যোৎস্নার আলোয় ভরিয়ে দেব,
শুধু কথা দাও যখন অমাবস্যার ঘোর অমানিশায় চিনতে পারবে না আমায়.....
তখনও ভালবেসে আরো তীব্র আকর্ষণে ধরে রবে এই আমার হাত দুটো,
অসীম বিশ্বাসে - অস্বাভাবিক ভালবাসায় - গভীর প্রেমে।


প্রিয়তমা তোমায় আমি শান্তির সাদা পায়রা এনে দিব
যে পায়রা স্বাধীনতার;
শুধু কথা দাও - সেই স্বাধীনতার মোহে কখনো আমায় ভুলে যাবে না তুমি।
সাদা ঐ পায়রাকে হতে দেবে না বিশ্বাস ভঙ্গের তীব্র আঘাতে
রক্তাক্ত লাল।


প্রিয়তমা - তুমি আমার হয়ো না....
ভালবাসার সবটুকু কষ্ট ধারণ করার মতো শক্তি তোমার ঐ মোহাসক্ত মনের নেই।
তুমি মোহকে ভাবো ভালবাসা....... ভালবাসাকে ভাবো তোমায় খারাপ করার আমার অপকৌশল।
আমি অতশত না ভেবে শুধুই ভালবেসেছি
প্রচণ্ডভাবে চেয়েছি তোমার প্রতিটি মুহূর্ত।
তোমায় অসাধারণ ভেবেছি..... তুমি আমায় ভেবেছ সারাটিক্ষণ অতি সাধারণ।
তাই তোমার ঐ মনে আজ আমার প্রতি তীব্র ঘৃণা;
আর আমার মনে ...... ভালবাসা বুঝাতে না পারার তীব্র হতাশা.......।


......মুকিত
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৮৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast