www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফীলিং ডাউন

ফীলিং ডাউন :(
_________________


সন্ধ্যা-রাতের জোত্‍স্না মেখে বেরিয়ে পরা
আবারো খুঁজে বেড়ানো ...

অলি গলিতে ... এপাড়ায় ওপাড়ায় ...
তোমায় ,

ঈশান কোণে হাসনুহানা.....
সময় যদিও দিলোনা ঠিকানা ,
আমার মনোকষ্ট কী তুমি বোঝোনা !!

অগত্যা ,

খুঁজে বেড়ানো তোমায় তারায় তারায় ...
নাম না জানা..... ঠিকানা না দেওয়া
কত সুশোভিত তারা এই আকাশে ....

তাদের মতই তুমি অজানা,


যদিও সকলকে গুনছিলাম একে একে...
তাদের মধ্যেই ছিলে তুমি লুকিয়ে ,

হটাত্‍ একটা ব্রিজ এসে পড়ল ,
আকাশ ঢেকে দিলো .... যদি

ভেঙে পড়ল না মাথায় ...

তার তলায় আমি সমানে ,
আর তারা দেখা হল না .......

অ্যান্ড আই অ্যাম ফীলিং ডাউন :(
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬০৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালো হয়েছে।
  • אולי כולנו טועים ১০/১০/২০১৩
    মনোমুগ্ধকর কবিতা !!
  • মুগ্ধ অভি
  • I am also fall on dawn
  • সহিদুল হক ০৯/১০/২০১৩
    দারুণ!
 
Quantcast