www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

গেমার

(অবৈতনিক আলো ২)
________________

রিসেশান দিল ফাঁকি
শীতঘুম ময়দানে,

অনলাইন জমে কটা দরখাস্ত ??
পাত্তা নেই...হাপিস বড়বাবু !!
তন্ত্রতে মন্ত্র জপে;

উইকএন্ড, লম্বা লাইন,

সানডে ফুল হলিডে..
তাই
বাড়িতে একটু সময় দি;

কে ক্যারি করছে চরিত্র,
কে হীন
কেস-হিসট্রি আজ চাপাই থাক !!

এইভাবে ইযারলং,

ডাক দিয়েছে বিকেলবেলা..
পড়বে নামতা, শোনাবে
মিষ্টি কুহু.. কোকিলের সুরে;

আর খাওয়াবে দিলখুশ
মটকা,
ভয় কী বেকার ভাতা যখন
বুক পকেটে,

কিছু ফেক আইডি,
কোথায় ?
কে দিল বিদেশ পাড়ি !!

ওহ, যত-শত ন্যাকামি,

জানলা ভাঙা গারদ
ভেসে আসা এক সুর... গান
"... ছয় মারছে "

শুনে,
মনটা বলল- 'আমিও পারি ছয় মারতে,
আমায় তোরা খেলায় নে..... আমিও গেমার '
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অসাধারণ ভালো হয়েছে কবিতা।
  • রোদের ছায়া ০৮/১০/২০১৩
    পড়লাম । তবে সত্যি বলতে, তেমন কিছু বুঝলাম না। তবে আধুনিক গদ্য কবিতা তো এমনিই হবার কথা । সে হিসাবে ভালো বলবো।
    • Înšigniã Āvî ০৮/১০/২০১৩
      আরও ২-১ বার পড়ুন....... এখনকার চারদিকে ঘটমান বিষয়ের ওপর লেখার চেষ্টা করেছিলাম....... না বোঝাতে পারার ব্যার্থতা মাথাপেতে নিলাম ।
    • Înšigniã Āvî ০৮/১০/২০১৩
      পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই :) কিন্তু না বুঝতে পারলে সেটাকে কিছুতেই ভাল বলবেন না...... তা সে সনাতনী বা আধুনিক হোক না কেন, এটি আমার একমাত্র আর্জি.......
      • রোদের ছায়া ০৯/১০/২০১৩
        এটা ঠিক বলেছে না বুঝে ভালো না বলাই ভালো । আপনি কোথায় থাকেন ? কি করেন জানতে চাইছিলাম।
        • Înšigniã Āvî ০৯/১০/২০১৩
          আপাতত কলকাতায়, আর এই কবিতা/গল্প লেখার চেষ্টা করি ।
          • রোদের ছায়া ০৯/১০/২০১৩
            শুধু লেখা নিয়েই আছেন ? অন্য কিছু মানে পড়াশোনা বা জব?
            • Înšigniã Āvî ০৯/১০/২০১৩
              :o .... অর্ধশিক্ষিত.....পকেটে নেই 'ডিগ্রী' মুকুট জবলেস্স.... গলায় ঝোলাইনি 'টাই'
              • রোদের ছায়া ০৯/১০/২০১৩
                তাতেই যদি এরকম কাব্য লিখা যায়,
                কে আর সাধ করে গলায় তাই ঝোলায়?
  • সত্যিই দারুণ!!
  • সহিদুল হক ০৮/১০/২০১৩
    দারুণ সুন্দর!
 
Quantcast