www.tarunyo.com

একাকীত্ব

আমি বদ্ধ ঘরে, বদ্ধ আমার চেতনা
নেই কোনো আলোর দেখা
মুক্তি চায় মোর আত্মা।
প্রত্যেহ কাটে অলসতায়,
অলস আমার মস্তিষ্ক,
না, আমি অভুক্ত নই।
সারাবেলা খেয়ে হজম করি।
তবে বলি কি শোনো,
আমার আত্মা খুবই ক্ষুদার্ত!
আমার মনের খোরাক দাও
আমায় দাও সৃজনশীলতা।
পাখিরা আমায় ডাকে,
যেতে দাও তাদের সাথে।
ঐ দেখো আমের মুকুল,
তার গন্ধ নিতে দাও।
বটগাছটা একলা একা,
বড়মাঠে নেই জনবল।
এত শূন্যতা, এত হাহাকার
কখনো দেখিনি,
জানিনা কি চাও তুমি!
আমায় ফিরিয়ে দাও,
চাদের আলো, জ্যোতস্না রাত
যেই রাতে আমার প্রেয়সী-
আমার হাতটি ধরে বলবে,
"ভালোবাসি, ভালোবাসি"
আমার ভালোবাসা ফিরিয়ে দাও।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৯১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast