www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নাট্যমঞ্চ

নিস্তব্ধ নগরীর নিস্তব্ধতম ব্যক্তিটিও বলে উঠে আহ;
নিরবে, স্ব-রবে বয়ে চলে এ নিঠুর-নির্দয় যাতনা।
শুষ্ক পাতার মর্মর ধ্বনিতে চমকিত হয় অহরহ,
কর্কশ কঠিন কড়া শব্দেও থাকে কেমন নিস্পৃহ!

জীবন বেদনা; এ বয়ে চলে স্তরে-বেস্তরে সকল গোছের লোক;
জাহান্নামের আগুন জ্বলে, হোক ভোগী আর নাই বা হোক!
জঠরে মৃত্যু জ্বালা নিয়ে হেথা করে বিচরণ
কামনার সর্পে তাড়া করে মারে;
এ জীবন বিলক্ষণ!

নাট্যমঞ্চে তবু চলে নাটকের ঘনঘটা,
আর পর্দার আড়ালে চলে পাপ আর পাপীর বোঝাপড়া।
পুনর্বার নব-নব-ভাবে গঠে নাট্যমঞ্চের পাঠশালা।
উড়ে যায় ফিরে আসে, তার যে নব-নব অভিনয়ের পালা!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৭৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/১১/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast