www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

খড়ের গাদায় ইচ্ছে পাখি

খড়ের গাদায় ইচ্ছে পাখি
- সাগর আল হেলাল

মেঘের মলাটে ঝিলমিলে রোদ
তারিখ মন উচাটন,
লোলুপ ভালোবাসা উল্টো ঠোঁটে
বীণ বাজায়-
আজ কোনো সর্বনাশ হলে
আটকানোর কেউ নেই চৌহদ্দীতে,

ডালাসের রাত্রি হাসে সূর্যে-
ঢাকাইয়া রাজপথে হাঁটে প্যারিসের স্বর্গ
কাশী, গয়া এসেছি ঘুরে
গিয়েছিলাম বালু দেশেও-
দিনটার হাত ধরে খেলা তবু করে মন;

নগদের খাতা খুলে চেয়ে আছে মর্জিনা
খড়ের গাদায় তড়পায় ইচ্ছে পাখি
বেড়ি ভেঙেছে-
ভাঙেনি তলানীর জমাট কষ্টের চাঁই;

ঝিলমিলে রোদ, যেওনা-
কষ্টের দীর্ঘসূত্রিতার রক্তক্ষরণে
বয়ে যেতে দাও সৃজনশীল নদী অমৃত !
-
২৬।০৫।২০১৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৯৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৫/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast