www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এক টুকরো জমি-৩

আর কেউ সামনে আসে না। কারণ ওরা ধনী, অপরাধ বা এক্সিডেন্ট যাই হোক ব্যাপার না।টাকায় সব ঢেকে দেয়।পড়ে যায় রেজার বাবা। কিন্তু প্রতিপক্ষের একজনও আহত হয়। সেই ছুটে সবার আগে গ্রামে আর লোকদের বুঝায় ঘটনার উল্টা। বলে ওদের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছি।ঘটনার সূত্রপাত আরো গভীর থেকে। রেজার দাদার ৪জন স্ত্রী।রেজার দাদি ২য়।বড় দাদির ছেলেদের সাথে সেঝদাদির ছেলেদের একটু মনমালিন্য। এর ও এক পৃথক ঘটনা।বড়দাদির বড় ছেলে বিয়ে করে এক সম্ভ্রান্ত পরিবারে।কিছুদিন পর সেঝদাদির বড় ছেলে বিয়ে করে বড় ভাইয়ের শালীকে।শুরু হয় হিংসা।দাদা মারা যাবার সময় জমি ভাগ করে দিয়ে যায়।তাতে সন্তুষ্ট হতে পারেনা বড়পক্ষ।যেহেতু রেজাদের সাথে সেঝপক্ষের গলায় গলায় মিল আর বড়পক্ষের সাথে একটু কম। বিলের ঐ ঘটনার মূল পরামর্শদাতা বড়পক্ষের বড়ভাই।অথচ তার কোন সরাসরি ভূমিকা দেখা যায়নি।আড়ালে থেকে যায়। যখন শুনে রেজার বাবা মারা গেছে,তখন মিমাংসা করতে সবার আগে ১০কাঠা জমি লেখে দেয়।অন্য ভাইরাও তেমন করে।অথচ যে জমি নিয়ে ঘটনা তার পরিমাণ (চলবে)
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৭২৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast