রাজনীতিবিদদের ঘড়ি
    ***একবার এক বাংগালীর সুযোগ হলো ফেরেশতাদের সাথে আসমান ভ্রমনের,
সে দেখলো আকাশের উপর
দেয়ালঘড়িমাপের অনেকগুলো ঘড়ি,
তাই সে এক ফেরেশতাকে প্রশ্ন করলো
-এই ঘড়িগুলো কিসের..?
তখন এক ফেরেশতা বললো
-এখানের এক একটি ঘড়ি পৃথিবীর এক একটি মানুষের, আর যখন কেউ একটা মিথ্যা কথা বলে তখন তার
ঘড়ির কাটা একবার নড়ে উঠে|
(একটি ঘড়ি দেখে বাংগালী প্রশ্ন করলো,)
-এই ঘড়িটি কেন একটুও নড়ছে না..?
(ফেরেশতা বললো) এটা এক আল্লাহ ওলার ঘড়ি, সে খুব ভালো, কখনোই মিথ্যা বলে না|
(এরপর সে আবার প্রশ্ন করলো)
-আচ্ছা আমাদের দেশের রাজনীতিবিদদের ঘড়িগুলো কোথায়...?
(তখন ফেরেশতা বললো)
-ওগুলোতো আমাদের অফিসে..!
(লোকটি বলল)
-কেন...??
(ফেরেশতা বললো)
-ওইঘড়িগুলোকে আমরা টেবিলফেন হিসেবে ব্যাবহার করি....!!!
{বিঃদ্রঃ আমরা সকলেই জানি যে এটা শুধুই কৌতুক, বাস্তবের সাথে এর কোন মিল নেই}
সে দেখলো আকাশের উপর
দেয়ালঘড়িমাপের অনেকগুলো ঘড়ি,
তাই সে এক ফেরেশতাকে প্রশ্ন করলো
-এই ঘড়িগুলো কিসের..?
তখন এক ফেরেশতা বললো
-এখানের এক একটি ঘড়ি পৃথিবীর এক একটি মানুষের, আর যখন কেউ একটা মিথ্যা কথা বলে তখন তার
ঘড়ির কাটা একবার নড়ে উঠে|
(একটি ঘড়ি দেখে বাংগালী প্রশ্ন করলো,)
-এই ঘড়িটি কেন একটুও নড়ছে না..?
(ফেরেশতা বললো) এটা এক আল্লাহ ওলার ঘড়ি, সে খুব ভালো, কখনোই মিথ্যা বলে না|
(এরপর সে আবার প্রশ্ন করলো)
-আচ্ছা আমাদের দেশের রাজনীতিবিদদের ঘড়িগুলো কোথায়...?
(তখন ফেরেশতা বললো)
-ওগুলোতো আমাদের অফিসে..!
(লোকটি বলল)
-কেন...??
(ফেরেশতা বললো)
-ওইঘড়িগুলোকে আমরা টেবিলফেন হিসেবে ব্যাবহার করি....!!!
{বিঃদ্রঃ আমরা সকলেই জানি যে এটা শুধুই কৌতুক, বাস্তবের সাথে এর কোন মিল নেই}
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        তরুণ কান্তি ২১/০৮/২০১৮মজাদার
 - 
        সালু আলমগীর ০৭/০৭/২০১৪মজা লাগল।
 - 
        অমর কাব্য ২২/০৬/২০১৪কি বলব ভাই যে কৌতুক বললেন,,, এত মোটা বাশে যদি এদের কিছু হয় তো ভাল।।
 - 
        সালমান সিয়াদ পরাগ ১০/০৬/২০১৪হা হা হা হা হা হা হা হা হা হা হা আহ আহ আহাহাহাহাহা হাহাহাহ আহাহা্হায়াহাহ হাহ হা হা হা হা.....................।।
 - 
        আবু সাহেদ সরকার ০৯/০৬/২০১৪ওহ! মাই সুইট বন্ধু। কি পড়লাম আমি। দারুন আমার পাতায় আমন্ত্রণ।
 - 
        সৈয়দ মোঃ আল মামুন ০৮/০৬/২০১৪
 
         - 
        রুমা চৌধুরী ০৬/০৬/২০১৪হা হা হা হা দারুন।
 - 
        কবি মোঃ ইকবাল ০৬/০৬/২০১৪কৌতুক হলেও সত্যি।
 
