www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কবিতা এখন গল্প

পুরোনো শহর। পুরোনো বাড়ী, রাস্তাঘাট- চারপাশ
সবকিছুই- তবু ফাগুনের জোয়ারী বাতাসে কিযেন আমেজ
মুড়মুড়ে গাছের পাতার আর্তনাদে সচকিত হয়
যেখানকার ব্যস্ততা, কোলাহল, বাঁকী সময় থাকে আবেশিত নির্জনতা।
কয়েকটা দালান বাড়ীর সাথে সবুজ গাছের নিবিড় বন্ধন
সেই শহরে ছিলো এক পুরনো বাড়ী
প্রকৃত রঙের উপস্থিতি ছিল টেলিস্কোপিক দর্শনের মতো
বিভিন্ন ফুলের আড়ম্বরে ছাদটা বেশ যত্নে সাজানো
হারানো দিনের স্মৃতিতে যতটুকু মনে পড়ে
লতানো গাছ্টিতে সাদা অপরাজিতা ফুটতো।

হটাত একদিন পড়ন্ত বিকেলে ধুম্র সেখানে এলো ব্ন্ধুদের সাথে, ধুম্রের ব্য়স তখন পনেরো কি ষোল হবে
ঊঠতি ব্য়সের বাধাহীন আবেগের সার্থক প্রতিচ্ছবি
হয়তো খুঁজেছিলো মনের অজান্তে
ছ্দ্মবেশ যা ছিলো তা হ্য়তো অতিরিক্ত ভ্দ্রতা
ভাব বিনিময়ের কলাকৌশল ছিলো অনেকটাই দুর্বোধ্য
কোনো এক বিকেলে ধরা পড়লো হ্যালিসের ধুমকেতু
সেই ছাদে জ্যোতির্ময়ী আলোকোচ্ছ্টা
ধবধবে সাদা তনু অঙ্গের দীর্ঘকালোকেশী
অকৃত্রিম মুগ্ধ্তার মায়াবী মুখায়ব্য়ব
যে রূপ চিন্তে ধ্যান চ্যুত হয় মহষির
সেই চিত্তহরিণীর পানে যোগ হয়েছিলো
হলুদিয়ার ঊচ্ছ্ল যৌবনের আমন্ত্রণ
সেই মহেন্দ্রক্ষ্ন, ক্ষনকাল দৃষ্টি বিনিময়
আবার অদৃশ্য হল, স্মৃতিময় প্রেমে প্রস্থান ধুম্রের
সে প্রায়ই আসতো
দেখা হতো, কথা হতো - তবে চোখে চোখে
ঋতুর ঘুর্ণনে ফুলগুলো সব ঝরে গেছে
সেই জোয়ারী বাতাসও আর নেই
ধুম্র বসে থাকে বিকেল থেকে গভীর রাত পর্য্ন্ত
সক্ষ্যতা হয় মহাকাশের কৃষ্ণ গহবরের সাথে
কিন্তু সেই হারানো দিনের ঘ্রাণ আজও বিদ্যমান
শুধু সে আর আসে না।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭০৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • নাজমুন নাহার ২৪/০৯/২০১৩
    ভাল লাগা রইল কবিতার জন্য ।
  • Înšigniã Āvî ২৪/০৯/২০১৩
    কবিতা ও গল্প মিশে একাকার,

    দুর্দান্তভাবে আবেগ ঘন
 
Quantcast