www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সৃষ্টি রহস্য


এক মনের সাথে আর এক মনের –
                             মিলন হয়েছিলো ।
মিলনে কি হয় ! –
        তা তো সকলেরই জানা ।
এক মনের মাঝে –
নতুনকে জনম দেওয়ার সম্ভবনা ,
আর এক মন সেই সম্ভবনার আশায় ।
সুদীর্ঘ প্রতীক্ষার পর –
                জন্ম নেয় নতুন সৃষ্টি !
সৃষ্টির দাবিদার হওয়ার আনন্দে –
নামে মেঘ ভেঙে অঝোর ধারায় বৃষ্টি ।
বৃষ্টি যদি জানতে চায় –
তার সৃষ্টি রহস্য !
রহস্যের উৎঘাটনে কি উঠে আসে ? –
একটিই নাম !
    শুধু কি মেঘ হতেই সে জন্ম নিয়েছিলো ?
  না কি , আকাশও তাকে ধরে রেখেছিলো ??
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৬৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • খুবই গভীরত্ব পূর্ণ কবিতা।
    • দেবার্পণ ঘোষ ২৮/১০/২০১৩
      ধন্যবাদ ...
  • দীপঙ্কর বেরা ২৮/১০/২০১৩
    Sritir onya dik . Bhalo
  • জহির রহমান ২৭/১০/২০১৩
    সৃষ্টিটাই একটা রহস্য! ভালো লেগেছে...
  • রহস্য রহস্য। খুব ভাল লাগল
 
Quantcast