www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দুই কবিতা

১ আমি সে নই

আমি সে নই –
যে নিতে চেয়েছিলো ভালোবাসার আকাশ ।
ভালোবাসা তাই আজও খাঁচা ছাড়া ।
বালির খাঁজে মিশে যাওয়া ঢেউয়ের রেখা –
অনবরত বদলায় নতুন ঢেউয়ের সাথে সাথে ।
বিকেলের শেষ আলোয় দেখা সন্ধ্যাতারা –
আবার দেখা দেয় ভোরে –
তবে , শুকতারা হয়ে ।
পথিকের চাহিদা বদলায় ভিন্ন ভিন্ন পথে ।
সংসারী বৈরাগী হয় , বৈরাগী সংসার খোঁজে ।
ছেঁড়া ছেঁড়া মেঘে অবিরত বদলায় আকাশ ।

তাই , কি হবে নিতে চেয়ে –
ভালোবাসার আকাশ !!!



২ আমার বেঁচে থাকার ইচ্ছে

আমার বেঁচে থাকার ইচ্ছে –
সে তো তোমারই জন্য ।
আমার রাত জুড়ে ভালোবাসার একমুখী পদচারনা ।
বিদ্রোহী পর্দাগুলো বাঁধা রয়েছে অটুট বন্ধনে ।
জ্যোৎস্নায় স্নান করি –
তবু ভেজে না চুল ।
রুক্ষ চুল মনে করিয়ে দেয় অন্ধকারকে ।
শ্রাবনের ঘন মেঘ তখন স্মৃতির নাগালের বাইরে ।
সেখানে , -
অঝোর বৃষ্টি ধারায় ভিজছো তুমি !
এখানে , -
আমি আর আমার বেঁচে থাকার ইচ্ছে !!!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৯৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • চমৎকার একটি কবিতা।একেবারেই অনবদ্য।
  • আরজু নাসরিন পনি ২২/১০/২০১৩
    সময়ে সময়ে ভুমিকা বদলানো...প্রথম কবিতাটা পড়তে পড়তে হারিয়ে গেছি...

    দ্বিতীয় কবিতাটা ...আমার এখন তোমার জন্যেই বেঁচে থাকতে ইচ্ছে করে...আমার মতো করে বললাম...

    খুব সুখপাঠ্য ।।
  • suman ২২/১০/২০১৩
    দারুণ একটি কবিতা পড়ার সুযোগ হোলো ...
 
Quantcast