www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কাব্য লেখা

জীবনেতে অনেক কিছুই হলো ,
    সাধ হয়েছে এবার হবো কবি ;
কাব্য আমার ছেলের হাতের মোয়া ,
    আমায় দেখে লজ্জা পাবে রবি ।

গিয়ে বাজার, খসিয়ে ট্যাঁকের কড়ি,
    কিনেছি তাই দামি কলমখানা ;
কতো কিছু ঘুরছে মাথার মাঝে ,
    লিখবো কি তা আমার আছে জানা ।

সব কিছুকে লাটে তুলে দিয়ে ,
    কাব্য লেখা করে দিলাম শুরু ;
শেষ হয়ে যায় পাতার পরে পাতা ,
    উঠতে থাকে গল্পে গাছে গোরু ।

এমনি করে দিনের পরে দিন ,
    কত-শত কাব্য লেখা হলো ;
কত ধানে কতটা চাল হয় ? –
    আমার তাতে কি যায় আসে গেলো !

এখন আমি পরিণত কবি ,
    ঘরে আমার পান্ডুলিপির বোঝা ;
কাব্য লেখা এখন আমার কাছে ,
    নয়কো কঠিন, জলের মতো সোজা ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৩৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • তাইতো মনে হচ্ছে, কবিতার যা গতি, কবি নয় মহাকবি হয়েছেন সম্প্রতি। অনেক ভালো কবিতা
  • দীপঙ্কর বেরা ০২/১০/২০১৩
    Bhalo , besh sundar .
  • ইব্রাহীম রাসেল ০২/১০/২০১৩
    --হা হা হা তবু আজো মনে হয় কিছুই বুঝি লেখা হচ্ছেনা আমার--আপনার কনফিডেনস দারুণ--
  • লেখার ভঙ্গিমা অসাধারন লেগেছে :)
  • Înšigniã Āvî ০১/১০/২০১৩
    দুর্দান্ত চেতনাবোধের কবিতা
 
Quantcast