www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সত্তা

অফিস যাওয়ার পথে পড়ে বাড়ীটা ।
রোজ সকালে আমি যখন অফিস যাই ,
ভাবি , হয়তো তুমি দাঁড়িয়ে আছো বাড়ীটার ছাদে ,
আমাকে দেখার প্রতীক্ষায় ।
পুরোনো অভ্যাসবশতঃ চোখ চলে যায় –
তোমাকে না দেখতে পেয়ে ভুল ভাঙে , খেয়াল হয় –
তোমার তো বিয়ে হয়ে গেছে ।
ক’বছর যেন হলো ? মনে নেই –
মনে আছে শুধু সেই তোমাকে ।
আমার অবসরে , - আমার ব্যস্ততায় , -

অফিস থেকে রাতে বাড়ী ফিরি ।
ফিরে কড়া নাড়ি দরজায় –
ভিতর থেকে দরজা খুলে দেয় আমার স্ত্রী ।
সারাদিনের ক্লান্তিভরা চোখে চমকে উঠি ! –

দেখি , তুমি !!!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৩০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ইব্রাহীম রাসেল ২৯/০৯/২০১৩
    --ভাবনাটা দারুণ--
  • সহিদুল হক ২৯/০৯/২০১৩
    একটা ভাল লাগা মুহূর্ত যেটা আর ফিরবে না, তবু সেটা অবচেতনে বা বার ফিরে ফিরে আসে।
    • দেবার্পণ ঘোষ ২৯/০৯/২০১৩
      ধন্যবাদ...
  • জীবনের ছোট একটি ছবি, দেখতে হয় প্রতিদিন। এভাবেই আমরা অভ্যস্থ হয়ে পড়ি
  • Înšigniã Āvî ২৯/০৯/২০১৩
    অনন্য.....
 
Quantcast