www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিধাতাকে

কিছু প্রশ্ন, -
হ্যাঁ, - কিছু প্রশ্ন করতে চাই তোমাকে ।
মানুষ কি ফিরে চলেছে আবার সেই আদিম যুগে ? কেন ??
কেন সে হয়ে উঠেছে নির্লজ্জ আজকে ?

প্রেমিক-প্রেমিকার ভালোবাসা আজ একটা রাতে সীমাবদ্ধ !
নতুন সকাল নিয়ে আসে নতুন সঙ্গী-সঙ্গিনীর খোঁজ !
অতীতকে ঢাকতে চলেছে নানা অজুহাত !
চলেছে মিথ্যার জাল বোনা, রোজ রোজ !

দুটো শরীর আজ আর দুজনার নয় !
তার মধ্যেও অবৈধতার অবাধ বিচরণ !
অবাধে হয়ে চলেছে নগ্ন মানসিকতার প্রদর্শনী !
ক্রমশঃ দূর হয়ে যাচ্ছে দেহের আবরন !

অশ্লীলতায় মজে যাওয়া এ জীবন আমি চাই না ।
কেবল মৃত্যুই এনে দিতে পারে বিস্তৃত শান্তি ।
কিংবা, চাই তোমাকে, -
যদি ছড়িয়ে দিতে পারো অকৃত্রিম প্রশান্তি ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭১২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Înšigniã Āvî ২৬/০৯/২০১৩
    খুব ভাল প্রশ্ন.....

    কিন্তু যার উত্তর কখনো পাওয়া যাবে না....
    অন্তত আমাদের মত সাধারনেরা পাবেনা ।
  • ইব্রাহীম রাসেল ২৬/০৯/২০১৩
    --বেশ তাৎপর্যপূর্ণ সময়োপযোগি কবিতা--
  • অসাধারণ একটি কবিতা। আপনার কবিতায় এউন্দর একটি বক্তব্য পেলাম।
  • সালমান মাহফুজ ২৫/০৯/২০১৩
    কবিতার বিষয়বস্তু বর্তমান প্রেক্ষাপটে বেশ প্রাসঙ্গিক । আসলে ভালোবাসার নামে যে নোংরা খেলা বর্তমানে চলছে, তা চিন্তার বিষয় ।
    যৌনতা অবশ্যই থাকবে । এটি জীবনরই অংশ । কিন্তু ভালোবাসাকে তার সাথে গুলিয়ে ফেলাই হল জীবনের সবচেয়ে বড় দূষণ । এই দূষণ থেকে মুক্তি না ফেলে, অচিরেই গোটা পৃথিবীতে আদিম বর্বতার বিস্ফোরন ঘটবে ।
 
Quantcast