www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বেঁচে থাকার মানে

বেঁকে যাওয়া পথ ছেড়ে, সোজা পথে চলা ;
চেতনাকে ঠিক রেখে, স্পষ্ট কথা বলা ।
থামার সীমানাটাকে অসীমেতে ভেবে ;
কালের স্রোতেতে তুমি গা ভাসিয়ে দেবে ।
রতন খুঁজিয়া দেখো ভষ্ম আধারে ;
মানুষ হইয়া তুমি মানুষেরই তরে ।
নেওয়া সব ভুলে গিয়ে, দিও উজাড় করে ।।

   বেঁকে নত হয়ে থাকা, বাকরুদ্ধ মুখ ;
   চেতনার বিসর্জন, হৃদয়ে অসুখ ।
    থামার প্রশ্ন নেই, অগ্রগতিহীন ;
   কালিমায় ভরা সব, আলো বড় ক্ষীণ ।
    রণক্ষেত্র চারিদিক, হিংসায় ভরা ;
   মানুষ আছে, তবু মনুষত্বে খরা ।
   নেশায় আচ্ছন্ন আজ সমগ্র ধরা ।।
     
       কবি বন্ধু,
       প্রশ্ন রাখিনু আমি আজি তব পানে -
       কোনটা আসল আসল আজ - "বেঁচে থাকার মানে?" ...



বেঁ
চে
থা
কা

মা
নে...
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭০৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অসাধারন কবিতা । সুন্দর চেতনা । শুভকামনা।
  • Înšigniã Āvî ২০/০৯/২০১৩
    ভাল লাগলো
    চেতনা জাগানোর কবিতা ।
 
Quantcast