www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অভাগা

চোখ দুটো তার মায়বী
ঠোঁট দুটো বেশ পুষ্ট,
ডাগর ডাগর চাহনী
চেহারাটা খুব মিষ্ট,
সূচালো নাকটা তার
পায়না কোন দুর্গন্ধ,
আবর্জনার স্তুপে দেখ
জনম লাভের আনন্দ ।
কে জানে কে জন্ম দিল
এমন হতভাগা !
আতুড় ঘর তার ডাষ্টবিন
নেই জন্মদাতা ।
অধম পশু শারমেয়
দেয়নি কামড় বিষ্ময়ে
খিলখিলিয়ে হাসছে দেখে
যায় পিছিয়ে লজ্জ্বা ভয়ে ।
ভবঘুড়ের ঘর বানাতে
আমায় দিল দেখা,
নিষ্পাপ সেই শিশুটি আজ
আমার কর্মলেখা ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৮৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/১১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast