www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নতুন বিশ্ব

ন্যাকামি আর ভ্যারকামিগুলো
পুরে ছাই হোক —
সিগারেটের মত ;
উন্মাদনা ছড়িয়ে পরুক
দিগন্ত থেকে দিগন্তে —
আগুনের ফুলকির মত ।

ছোঁয়াচে ব্যারাম—
যেমনটা মুখোশ পরিধান ,
আধুনিকতার মোড়কে আধুনিক মিথ্যাচার ,
অথবা অত্যাধুনিক কপটতা ;
নিজেকে বড়-রাখার
প্রাক-আধুনিক অপকৌশল ,
সুসভ্যের আড়ালে অসভ্যতা ,
দু'চোখে নোংরামির বিদ্বেষ —
আর আড়চোখে তাকে কাছে ডাকা ।
সব উচ্ছন্যে যাক্
উচ্ছন্যে যাক্ —প্রাচীন মানব-বিন্যাস ,
আর তার উত্তরসূরি —
বিষয়-ভিত্তিক যত পদ-বিন্যস্ততা ।

নতুন পৃথিবীতে কেউ যায়-না কম ;
ভ্যারকামিগুলো নাই-বা থাকল ,
ন্যাকাগুলো হোক অন্যরকম ;
চাই প্রশ্রয় —
মনুষ্যত্ব বাসা-বাধুঁক অন্তরে ,
মূল্যবোধ পাক্ মস্তিষ্কে আশ্রয় ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭২৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast