www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একটি খুন ও অতঃপর

ময়নাতদন্ত চলছে ,
কেটে-কেটে দেখছে লাশটাকে ;
এভাবে স্তুপে-স্তুপে কাটা লাশে ভরে যাচ্ছে —
লাশ-কাটা ঘর ।
ময়নাতদন্তের ফাইলে ভরে যাচ্ছে ডাক্তারের টেবিল ;
আর এক-একটা খুনের কেস -
এক-একটা ফাইল ,
ভরিয়ে দিচ্ছে পুলিশের আলমারি ।
অবশেষে খুনিকে ধরার আপ্রাণ চেষ্টা ;
ফলাফল শূন্য ।
চলতে থাকে পূঁজিবাদের দালালদের —
নিরর্থক বসে-বসে চা আর সিগারেট খাওয়া ,
আর মাস শেষে মাইনে বুঝে পাওয়া ।
শুরু থেকে শেষ —
অসমাপ্ত রয়ে যায় এক-একটা কেস ।
বড়জোর সন্দেহভাজন খুনি ,
তারপর নিম্ন আদালত থেকে উচ্চ আদালত ;
নাটকীয় তর্ক-বিতর্ক ,
শেষমেশ এক মূর্তিমান ছোটগল্পের জন্ম ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৫৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • একনিষ্ঠ অনুগত ০৫/০৯/২০১৪
    অনেক সুন্দর ভাবনা...
  • সুজন সারথি ০৪/০৯/২০১৪
    দারুন লিখেছেন!
  • সুন্দর ভাবনায় চমৎকার লেখনী।
  • শিমুল শুভ্র ০৩/০৯/২০১৪
    আসরে অভিনন্দন ।প্রথম প্রকাশ বেশ ভালো লাগলো ।
    • চূড়ান্ত ০৩/০৯/২০১৪
      তৃতীয় কবিতা
 
Quantcast