www.tarunyo.com

স্তনন

স্তনন
বরুণ দেব

যখন তোমার সময় হবে
আজ না হলে কাল, কাল না হলে পরশু,
তাও না হলে কোন একদিন -
যেদিন সময় কাটবে না, যেদিন মেঘগুলো পাহাড় বেয়ে
নেমে আসবে কোন এক সন্ধ্যায় !

যেদিন রাতের আকাশ পূর্ণিমা আলোকিত বা
এক বৃষ্টি ঝড়া রাতে !
অথবা,কোনো নিস্তব্ধ দুপুরে কোকিলের ডাকে
জীর্ণ কোনো স্মৃতিকে নিয়ে
বেখেয়ালি মনে ।

সেদিন আমায় ফোন করো-
এ আমার আবদার নয়, আদেশ ও নয়,
হঠাৎ বাঁধনছাড়া কলম ছটফট করে উঠলো-
বিকেলের রোদে মাঠের কোনে
হাঁসফাঁস করা জীবন থেকে
হাফ ছেড়ে বাঁচতে চেয়ে।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৬/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast