মেঘলা মন
    মেঘ মুলুকের আবছায়াতে 
হাসছে বসে কে?
বৃষ্টি, নাকি আমার মনের
ছোট্ট শিশু সে।
আজকে হাওয়ায় হারিয়ে যাবো
ইলশে গুঁঁড়ির মতো,
ফুলের কোলে রাখব তুলে
দুঃখ ব্যথা যত।
নদীর কুলে ভাসবে দুলে
ছোট্ট নৌকা খানি,
উজান স্রোতে এ কুল হতে
যাবো বৈঠা টানি।
হাসছে বসে কে?
বৃষ্টি, নাকি আমার মনের
ছোট্ট শিশু সে।
আজকে হাওয়ায় হারিয়ে যাবো
ইলশে গুঁঁড়ির মতো,
ফুলের কোলে রাখব তুলে
দুঃখ ব্যথা যত।
নদীর কুলে ভাসবে দুলে
ছোট্ট নৌকা খানি,
উজান স্রোতে এ কুল হতে
যাবো বৈঠা টানি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        শ্রীমান দে ২১/০৫/২০২০খুব ভাল হয়েছে দাদা।
 - 
        ফয়জুল মহী ১০/০৫/২০২০Osadoron
 
