www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভেতর বাহির

কিছু জিনিস বাইরে থেকেই সুন্দর দেখতে,
শুধুমাত্র দূর হতে দেখতেই ভাল লাগে।
দূরত্ব যতই কমতে থাকে বেরিয়ে আসতে থাকে,
প্রকৃত কুৎসিত আর ভয়াবহ ছদ্মবেশী চেহারা।

গোলাপ দেখতে কতই না আকর্ষণীয় মনোমুগ্ধকর,
অথচ তার কাঁটার আঘাত বেদনাসিক্ত করতে জানে।
পাহাড়ের কান্নায় বুক ফেটে যে ঝর্ণা বের হয়
আর অবারিত স্রোতধারা মিশে যায় সীমাহীন সমুদ্রে।
সে সমুদ্রের গভীরতা যতটাই ভাবায় হৃদয়কে
তার থেকে বেশি ভয়াবহতা সৃষ্টি করে প্রলয়ঙ্করী জলোচ্ছাসে।
সমুদ্রের যত কাছাকাছি যাওয়া হয়
তার ভয়াবহতার দূরত্ব ততই কমতে থাকে।


নীল আকাশকে সামনে নিয়ে ভাবনার রাজ্যে হারাতে
কত মধুময় স্বপ্নময় অনুভুতি জাগে অন্তর জুড়ে।
আর তার হিংস্র কালো মেঘে ঢাকা ক্ষিপ্ত রুপ
প্রাণ হানি ঘটায় কখনবা ভয়াবহ বজ্রপাতে।

অথচ কি সৌন্দর্য তাদের দূর থেকে দেখতে
কত উপভোগ্য তাদের বাইরের সৌন্দর্য।
তাদের থেকেও লাখো কোটি গুন সৌন্দর্যময় তোমার বাহির
আর ঘৃণ্য ভয়ংকর জঘন্য কুৎসিত তোমার ভেতর টা!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৮১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৫/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর
  • সেলিম রেজা সাগর ০৮/০৫/২০১৮
    ঠিকই বলেছেন,
 
Quantcast