www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার হাসি

বিবর্ণ ঐ চেহারা আর আমি দেখতে চাই না,
মেঘাচ্ছন্ন আকাশ দেখলে আতকে ওঠে অন্তর আমার।
দিগন্তের ওপার হতে বয়ে আসা বসন্তের মৃদু বাতাস,
মগ্ন করে আমায় এ পৃথিবীকে তোমার মতন করে।

ভেতরে ক্ষত যতই থাক বয়ে যাক যন্ত্রণার ঝড়,
খুশীর ছদ্মবেশে সামনে দাড়াতে অভ্যস্থ আমরা।
আমি জানি না কবে থেকে পৃথিবী ঘুরতে শুরু করেছে,
সূর্য কখন সিদ্ধান্ত নিয়েছে আলোকিত করবে জগতকে।

শুধু জানি ঐ হাসিতেই ভেসে গিয়েছিলাম আমি,
প্রলয়ঙ্করী সুখের বানে কিনারাহিন মনের সমুদ্রে।
গ্রহ নক্ষত্র চাঁদ সূর্য হয়তো কৃপণতা করতে পারে,
তুমি অসম্মত হওনি হৃদয়ে আলোর প্রদীপ জ্বালাতে।

অজানা কোন কারণে আজ আড়াল করেছ সে আলো,
নাকি বাধ্য করেছে কেউ পরাজিত হয়েছ মৌন যুদ্ধে?
কোন নিষ্ঠুরতা সরলতার প্রতিমায় আঘাত হানতে পারে,
কেড়ে নিতে পারে অবর্ণনীয় প্রাণোচ্ছল অদ্বিতীয় হাসি?

অকৃপণ তোমার হাস্যোজ্জল আবেদনময় উপস্থিতি,
নাম না জানা যন্ত্রণাময় আধারে ঢেকেছে বলেই।
আমার আকাশ জুড়ে কৃষ্ণপক্ষের কালো অন্ধকার,
হয়তো কোনদিন আলোকিত হবে না তুমি না হাসলে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৭১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০৭/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast