শান্তিকামী
কল্পনা আর বাস্তবতা,
অশান্তিময় বিষণ্ণতা।
উপভোগের অনাগ্রহ,
ঘৃণাযুক্ত আদর স্নেহ।
স্বপ্ন আশা বিপর্যস্ত,
বিদায় ক্ষনে শুন্যহস্ত।
স্বয়ং প্রাণের প্রতিদ্বন্দ্বী,
আত্মার কাছে চিত্ত বন্দী।
শোকে কাতর স্বাধীনতা,
নিজের সাথেই বর্বরতা।
প্রাণের বিরুপ প্রতিক্রিয়া,
দেহে মনে সে বিক্রিয়া।
স্বীয় মাঝে আজ পরাধীন,
দুক্ষগুলো তাই অমলিন।
ক্ষনিক তরে শান্তির আভা,
ঐ অশান্তির হিংস্র থাবা।
সুখগুলোকে স্মৃতি করে,
আস্ফালন এই মনের ঘরে।
নিজে হয়ে নিজের দোসর,
আজো গুনি সুখের প্রহর।
অশান্তিময় বিষণ্ণতা।
উপভোগের অনাগ্রহ,
ঘৃণাযুক্ত আদর স্নেহ।
স্বপ্ন আশা বিপর্যস্ত,
বিদায় ক্ষনে শুন্যহস্ত।
স্বয়ং প্রাণের প্রতিদ্বন্দ্বী,
আত্মার কাছে চিত্ত বন্দী।
শোকে কাতর স্বাধীনতা,
নিজের সাথেই বর্বরতা।
প্রাণের বিরুপ প্রতিক্রিয়া,
দেহে মনে সে বিক্রিয়া।
স্বীয় মাঝে আজ পরাধীন,
দুক্ষগুলো তাই অমলিন।
ক্ষনিক তরে শান্তির আভা,
ঐ অশান্তির হিংস্র থাবা।
সুখগুলোকে স্মৃতি করে,
আস্ফালন এই মনের ঘরে।
নিজে হয়ে নিজের দোসর,
আজো গুনি সুখের প্রহর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ০৮/০৮/২০১৮চমৎকার!অভিনন্দন লেখক বন্ধু
-
সাইয়িদ রফিকুল হক ০৮/০৮/২০১৮স্বাধীনতা সদা হাস্যময়।
-
PRAMILA DEVI ০৮/০৮/২০১৮অভিনন্দন লেখক বন্ধু
