www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বাধীনতা

স্বাধীনতা তুমি প্রতিটা বাঙ্গালীর গর্ব অহংকার,
শক্ত হাতে দিয়েছো রুখে শত্রুর অত্যাচার।
তোমার ছোঁয়ায় মুক্ত আকাশে ডানা মেলে পাখি ওড়ে,
হাঁসি খুশী আর ফুলে ফলে ভরা সারাটি বাংলা জুড়ে।

মিশে আছো তুমি প্রতিটা বাঙ্গালীর রক্তে শিরায় শিরায়,
তোমার আকাশে প্রতিটা ভোরে নতুন সূর্যের উদয়।
পূর্ণিমা চাঁদ জ্যোৎস্না বিলায় বাগানে ফোটে ফুল,
স্বাধীন ভাবে বয়ে চলে নদী স্রোতে ভাসায় কূল।

ছেলে হারা মা তোমার পরশে বেদনা গিয়েছে ভুলে,
কন্ঠে বাংলা সূর নিয়ে মাঝি ছুটে চলে পাল তুলে।
প্রতিটা ঢেউয়ের ভাজে মিশে আছে স্বাধীনতার চেতনা,
মুক্ত বাতাসে ভুলে থাকি যত ভাই হারা বেদনা।

তোমায় নিয়ে বাঙ্গালী কবিরা কাব্য রচনা করে,
অকাতরে যারা বিলিয়েছে প্রাণ তাদের স্মৃতিতে ধরে।
শস্য শ্যামলা এই বাংলা তোমায় পেয়েছে বলে,
স্বাধীন বাংলা বুলি শিখে যায় শিশুরা মায়ের কোলে।

তোমার জন্য প্রতিটি ঘরে বীরের জন্ম হয়,
আমার প্রাণের বাংলাকে তুমি ছড়ালে ভুবনময়।
তোমায় পাওয়াতে নির্ভয়ে বলি প্রাণে জমা যত কথা,
আজীবন রেখো বাংলাকে আগলে প্রাণের স্বাধীনতা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৬৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/১২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast