www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অসামঞ্জস্যতা

বস্ত্র পরিহিত থেকেও যেন উলঙ্গ,
উম্মাদ ওড়ার আশায় ডানা কাঁটা বিহঙ্গ।
সাজ-সজ্জা নয় এ যেন শরীর প্রদর্শন,
নিরাপদ আশ্রয়ে থেকে গজব নিমন্ত্রণ।

কর্ম গুণে ফল দিয়ে যায় এ জগৎ সংসার,
রাতারাতি দলিল বদলে ভঙ্গ অঙ্গীকার।
ভদ্রতা তো অর্থ বিত্তে হয়না বিনিময়,
ভবিষ্যতের কষ্টের কারণ আজকের অপচয়।

প্রীতি স্নেহ ভালোবাসা সবই বানিজ্যিক?
উন্নত শীর করলে নত রক্ষী যে দাম্ভিক।
পরিপূর্ণ হবে নাকি জগতৎ ধোয়াশায়,
কিংবা আপন অঙ্গ ঢাকা ঘন কুয়াশায়?

ব্যক্ত করা কষ্টের অতি তুচ্ছ বিষয় নয়,
জীবন্তরা নিদ্রা গেলে লাশের মিছিল হয়।
গুনের কদর নগন্য আজ লাবন্য প্রধান,
চুরি করে প্রকাশ্যে তাঁর অফুরান সম্মান।

কাঙ্ক্ষিত সাফল্য নিয়ে ধর্না দ্বারে দ্বারে,
অজ্ঞরা উলঙ্গ হলেই সফল হতে পারে।
আঙুল চোষা গৃহস্থালি দক্ষতা যোগ্যতা,
নগ্ন শরীর রক্ষা করবে সামঞ্জস্যতা?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৬৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০২/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast