www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মা

মায়ের বুকের দুধ- কবে চায় লাভ সূদ
সে তো শুধু দিয়ে গেছে তোমারে,
কত জ্বালা দিয়েছো- কভু ভেবে দেখেছো?
বিনিময়ে দিয়েছো কি তাহারে!

কন কনে ঠাণ্ডায়- স্যাঁতসেঁতে বিছানায়
বারে বারে ভিজিয়েছো বোঝনি,
কষ্ট বা ঘৃণা কি- রেখেছে সদা সুখী
বুকে ধরে কাটিয়েছে রজনী।

তাঁর দেহ আত্মায়- জুড়ে সারা সত্ত্বায়
দেখেছে তোমার ভালো মন্দ,
নয়নের মনি করে- হৃদয়ে রেখেছে পুরে
দূরীভূত করে দ্বিধা-দন্ধ।

হাত ধরে পথ চলা- শিখিয়েছে কথা বলা
বুঝিয়েছে কি বা পাপ পূণ্য,
নিজেকে উজাড় করে- এই ধরণীর পরে
তোমাকেই করেছে সে ধন্য।

পড়ে কভু ব্যাথা পেলে- কেঁদেছো যে মা বলে
কষ্টে গেছে যেন তাঁর প্রাণ,
তুমি মুখ হলে ভার- জান যেন যায় তাঁর
বিধাতার পরে তাঁর সম্মান।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬০৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৪/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • পি পি আলী আকবর ২৫/০৪/২০১৮
    অপূর্ব
  • সুন্দর
  • ন্যান্সি দেওয়ান ২৪/০৪/২০১৮
    Nice.
    • You too!
  • ভালো।
 
Quantcast