www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

যদি তুমি জানতে

এই মনে যে কত ব্যথা, যদি তুমি বুঝতে,
আমার মতই ব্যকুল হয়ে, তবে আমায় খুঁজতে!
এমনি ভাবে অনিদ্রাতে, কাটলে একটা রাত্রি,
বুঝতে আমি তোমার শোকে, মরন পথের যাত্রী।

পথের পানে চেয়ে থেকে, একলা আমি ক্লান্ত,
পারছিনা আর সইতে প্রিয়, এ কষ্ট অনন্ত!
জানতে যদি কি যন্ত্রনায়, জ্বলছে পোড়া অন্তর,
হয়তো তবে কাছে টেনে, করতে আমায় উদ্ধার!

সূর্যের আলো ক্লান্ত হলে, জোসনা বিলায় চন্দ্র,
চাই তেমনি হতে তোমার, প্রহরী অতন্দ্র।
নদী যেমন সাগর পানে, ছুটে চলে আপ্রাণ,
আমার দুঃখী ব্যকুল হৃদয়, করে তোমায় সন্ধান।

বৃষ্টি ফোঁটা শীতল করে, ধূধূ মরু প্রান্তর,
তেমনি তুমি সামনে এলে, তৃষ্ণা ভোলে অন্তর।
সাধের জীবন ফুরিয়ে যাবে, না থাকলে এই নিঃশ্বাষ,
পাবো একদিন ওই বুকে ঠাঁই, এটা আমার বিশ্বাষ।

যুগে যুগে মানুষ করে, সুখের জন্য যুদ্ধ,
কারণ দুঃখের কারাগারে, শান্তি অবরুদ্ধ।
একটি পলক দেখলে তোমায়, পাই যে কত শান্তি,
জানতে যদি তোমার প্রানে, থাকতো না বিভ্রান্তি।

এই জীবনে দুঃখ বেশী, ভালোবাসা স্বল্প,
হতেও পারে কষ্টে ভরা, তোমার আমার গল্প।
কি ক্ষতি গো আসলে কাছে? চলে যায় বসন্ত,
ভেতর জুড়ে তুমি শুধু, সপ্ন অফুরন্ত।

রাতের আঁধার যায় ঘুঁচে যায়, চাঁদের মৃদু আলোতে,
সুখী না হয় করলে আমায়, আসলে কাছে জ্বালাতে।
না পাওয়ার যে কি যাতনা, যদি তুমি জানতে,
সব জড়তা দূরে ঠেলে, আমায় বুকে টানতে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৩০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৬/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast