www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এলিয়েন

গভীর রাতের অন্ধকারে,
এসেছে কেউ আমার ঘরে।
ডেকেছে বীভৎস সূরে,
কেঁপেছিলাম থরে থরে!

একলা পথে চলছি যখন,
পদধ্বনি শুনছি তখন।
আমার মতই কেউ একজন,
করছে আমায় অনুসরণ।

নিওন বাতির হালকা আলো,
দেখেছি চুল এলোমেলো।
এক পলকেই উধাও হল,
তার পড়ে সব আঁধার কালো।

ক্লান্ত দেহে ঘুমের আবেশ,
সামনে দাঁড়ায় ছায়া বিশেষ।
দেখতে তাঁরে চেষ্টা অশেষ,
উধাও আবার চোখের নিমেষ।

প্রতি দিনই হচ্ছে এমন,
আতঙ্কতে আছি ভীষণ।
কেউ বা ভূতের আছর বলেন,
কেউ বলে যায় সে এলিয়েন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৪৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/১১/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast