www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চেতনা ২

দেয়ালে ঠেকেছে বেদনা লেগেছে চেতনা উঠেছে জেগে,
সত্য বলায় রশি গলায় প্রতিনিধি গিয়েছে রেগে!
জনতা ক্ষেপেছে স্লোগান তুলেছে কাঁদছে মাতৃভূমি,
ঝরছে রক্ত ধরা বিভক্ত এখনো ঘুমাও তুমি?

হয়েছে জানা করনা মানা শুনবেনা কেউ বারণ,
আইন কানুন বলছি শুনুন বদলে ফেলেছে ধরণ!
আজ এ দিনে মিথ্যা বীনে টিকে থাকা বেশ দায়,
ঈমান ছেঁচে আমল বেঁচে সুদ ঘুষ কিনে খায়!

করে অনিষ্ট হয়ে অতিষ্ঠ পিষ্ঠ জীবন চাকায়,
জীবনি শক্তি প্রানের ভক্তি লজ্জাতে আজ লুকায়।
আছে যতজন সুপ্রিয় স্বজন কাছেতে কিংবা দূরে,
একটা সময় সব পর হয় কেঁদে বেদনার সুরে!

মামু খালু আর নোটের জোরে চাকরি করছ বেশ,
মেধা যোগ্যতা নিষ্ঠাবানেরা তিলে তিলে আজ শেষ।
অলি গলি ঘুরে ভিক্ষা করে গড়েছে রঙের মহল,
নেতা নেত্রীর পেট ফুলেছে খাশ জমি করে দখল!

সততা পুঁজি বুকে ধরে ওরা খেয়ে না খেয়ে মরে,
দুধওয়ালা ঘোরে দ্বারে দ্বারে আর মদওয়ালা বেঁচে ঘরে!
দেয়ালে ঠেকেছে বেদনা লেগেছে অনুভবে যন্ত্রনা,
কার পায় পড়ে কে জাগাবে ভান ধরা চেতনা?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৩০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/১১/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast