বন্ধু
    একা হলে দেখবে 
পাশে কেউ থাকে না,
সুদিনের বন্ধুরা
দেখেও দেখে না।
শীতের পোশাক খুলে
জড়িয়েছ যার গায়,
না দেখার ভান করে
পাশ কেটে চলে যায়।
রক্ত দান করে
কর যারে সুস্থ,
পানি চেয়ে পাবে না
হও যদি দুস্থ।
অন্যকে বাচাতে
নিজ গায়ে নিয়ে দোষ,
তার দেয়া অপবাদে
করবেই আফসোস।
তাই গেথে রেখেছি
মনে প্রাণে স্বত্বায়,
দুর্দিনে পড়লেই
বন্ধু চেনা হয়।
পাশে কেউ থাকে না,
সুদিনের বন্ধুরা
দেখেও দেখে না।
শীতের পোশাক খুলে
জড়িয়েছ যার গায়,
না দেখার ভান করে
পাশ কেটে চলে যায়।
রক্ত দান করে
কর যারে সুস্থ,
পানি চেয়ে পাবে না
হও যদি দুস্থ।
অন্যকে বাচাতে
নিজ গায়ে নিয়ে দোষ,
তার দেয়া অপবাদে
করবেই আফসোস।
তাই গেথে রেখেছি
মনে প্রাণে স্বত্বায়,
দুর্দিনে পড়লেই
বন্ধু চেনা হয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        মধু মঙ্গল সিনহা ২০/০৮/২০১৮চমৎকার কবিতা।
- 
        সাইয়িদ রফিকুল হক ২৭/০৭/২০১৮ভালো লাগলো।
- 
        তাওহীদুল ইসলাম ২৭/০৭/২০১৮সুন্দর লিখেছেন কবি"
 মাঝে মাঝে মনে হয় বাস্তবতা এরকমই
 আর আফসোস হয় মনে শত আফসোস
- 
        জহির রহমান ২৭/০৭/২০১৮বানানে কিছু ক্রুটি ছাড়া পুরো কবিতাটি চমৎকার।
 সমাজের বাস্তব চিত্র ফুটে ওঠেছে কবিতাটিতে।
- 
        আব্দুল হক ২৭/০৭/২০১৮অনেক সুন্দর লিখার জন্য ধন্যবাদ!
- 
        সাইদ খোকন নাজিরী ২৭/০৭/২০১৮বাস্তবতার মহাসমারহে সম্পূর্ন হল কবির কবিতা।
- 
        মোঃ ইমরান হোসেন (ইমু) ২৭/০৭/২০১৮দারুণ
- 
        কামরুজ্জামান সাদ ২৭/০৭/২০১৮সুদিনের বন্ধু সর্বদা পরিত্যাজ্য।


