www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিশ্বাস

নাইবা ফিরল যদি
বৃথা চেয়ে থাকা,
হাজার লোকের ভিড়ে
কেমন সবাই একা!

কে বা রঙিন ঘুড়ি
নাটাই যে কার হাতে,
সাবধানতার হয় না খাতির
কভূ প্রীতির সাথে।

দুঃখের জলে ভিজে
শুকাও প্রেমের রোদে,
চিনতে তাকে করবে গো ভূল
অন্তরের বিবাদে।

সবল দেহের মাঝে
নিথর অসাড় প্রাণ,
চোখের আড়াল হলেই
তবে করবে গুনগান।

একটা ছাদের তলে
যখন বসবাস,
ভাঙ্গন আনে পরস্পরের
মনের অবিশ্বাস।

কঠিন সময় যখন
আপন জনা খুঁজি,
সহজে কেউ মানতে চায়না
বিশ্বাস প্রেমের পুঁজি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৫৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৫/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অতুলনীয়..............
  • কবি একা সব বুঝলে চলবেনা আমাদেরও বুঝতে হবে ‘ভাঙ্গন গড়ে পরস্পরের’ বলতে কি বুঝিয়েছেন বুঝি নাই। ওভার অল ভাল লিখেছেন।ভাবনাটাও ছিল ভাল।
    • অবিশ্বাসের কারণে সম্পর্কের ভাঙ্গন।
      • ভাই মার্জনা করবেন।সম্পর্ক গড়ার কথা শুনেছি বারবার -কিন্তু ভাংগন গড়ার কথা শুধু এইবার শুনেছিতো তাই আমার কাছে খটকা লাগছে।
        • রুপক অর্থে ব্যবহার করা যায়।
          তবুও বাদ দিয়ে দিলাম।
          • অসংখ্য ধন্যবাদ!এবার বলি কোন ব্যক্তি বা বস্তুকে রুপক অর্থে ব্যবহার করা যায় যেমন -(1) পুকুর থেকে আগে হাঙ্গরগুলোকে সরাও তা না হলে পোনা সব খেয়ে ফেলবে। এখানে হাঙ্গর বলতে বোয়াল মাছকে বুঝানো হয়েছে।(2) আরে ভাই সে তো একজন ফেরেস্তা। এখানে ফেরেস্তা বলতে একজন মহৎ মানুষকে বুঝানো হয়েছে। শব্দের ভিতরেও অনেক সময়ে রুপক ব্যবহ্রত হয় সে সময়টা এখনও আসেনি। আবারো ধন্যবাদ! শেষ কথা হল কারো কথায় নয়।আপনি যদি আপনার দর্শককে মুগ্ধ করতে পারেন তবেই শেষ কথা।
  • তরুণ কান্তি ২৮/০৫/২০১৮
    সুন্দর অনুভূতির কবিতা ।
  • সায়েম মুর্শেদ ২৭/০৫/২০১৮
    নিজের ভেতরে সবাই একা
  • আব্দুল হক ২৭/০৫/২০১৮
    বেশ, সুন্দর লিখা। ধন্যবাদ!
  • অনুরাগের কবিতা.........
  • অসাধারণ এক অনুভূতি দিয়ে লেখা।
 
Quantcast