www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাংলার অতি দরিদ্র সমাজের খণ্ড চিত্র

দেবরের সাথে ভাবি পালালো
ভাই রয়েছে জেলে,
চাচাতো বোন বিয়ে করে
রিক্সা চালায় ছেলে।

অভাব দুয়ারে দাঁড়িয়েছে তাই
ভালোবাসা জানালায়,
নাবালক ছেলে বাদাম বেঁচে
তাড়িয়েছে সৎ মায়।

আয় ইনকাম গড়ের মাঠ
ছেলেমেয়ে ভরা ঘর,
আরো দু একটা নিলে দোষ নেই
সরকার দিচ্ছে চর।

দুয়ারে দুয়ারে সারাদিন ঘুরে
জুগিয়েছে কটা চাল,
সেই চাল বেঁচে তৃতীয় স্বামী
পেট ভরে খেল মাল।

ঝগড়া লেগেছে কালো বিড়ালে
খেয়েছে দুধের সর,
ছয় ছেলের মার বয়স দেখে
গায়ে উঠেছে জ্বর।

চার সন্তানের মা করেছে
সন্ত্রাসীকে বিয়ে,
বাপে নেশার টাকা যোগাতে
হোটেলে গেছে দিয়ে।

নিজের মেয়েকে বেঁচে দিয়েছে
বড্ড অভাব গাঁয়,
শহরে এসে রাত পোহালেই
পাঁচশ টাকা পায়।

ইয়াবা ডালের ব্যাগ উঠেছে
শিশু কিশোরের হাতে,
কেউ বা আবার মারছে ছুরি
কাউকে আঁধার রাতে।


বাবার ওষুধের টাকা যোগাতে
হোটেলে গান গেয়ে,
বিয়ের আগে মা হয়েছে
রহিমের মেঝ মেয়ে।

ধর্ষণ হয়েছে নাবালিকা
পুলিশ এসেছে তাই,
লজ্জা সইতে না পেরে সে
পতিতালয়ে নিল ঠাই।

পাড়ার মোড়েই আড্ডা মারে
ধর্ষণকারী সে ছেলে,
এমন কাজ সে অনেক করেছে
দলীয় নেতার বলে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৯৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৫/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ''এমন ---- সে অনেক করেছে
    দলীয় নেতার বলে''

    বাস্তবধর্মী সমাজ সংস্কার বিষয়ক কবিতা।

    ধন্যবাদ
  • মোঃ ফাহাদ আলী ০১/০৫/২০১৮
    সমাজের সত্য তুলে ধরার জন্য কবিকে ধন্যবাদ।
 
Quantcast