www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আকুতি

প্রতি রাতের অত্যাচারে
ঐ পিশাচের দেহের ভরে
রুদ্ধ আমার শ্বাস,
তুমি ব্যস্ত নিয়ে স্বার্থ
কাঁদি আমি জীবন ব্যর্থ
কেন তুমি করছ এমন কঠিন সর্বনাশ।

আমার কালো আঁধার ঘরে
সপ্নগুলো কেঁদে মরে
পাই না একটু স্বস্তি,
শরীর জুড়ে উঠেছে জ্বর
তুবুও তুমি করেছ ভর
বলছ এটাই মাস্তি।

আমার দুটি চোখের পানি
নিত্য করে কানাকানি
সইতে চায় না আর,
ক্ষণে ক্ষণে মৃত্যু এসে
বসে থাকে আমার পাশে
মুখটা করে ভার।

তোমার করা আঘাত যত
স্পষ্ট আমার দেহের ক্ষত
কাতরাই বেদনায়,
ভাবছি জীবন দিয়েই দিব
আবার ভাবি কি লাভ পাব
অন্তর দেয় না সায়।

স্বপ্ন দেখে প্রতিটা ক্ষন
শক্তি যোগায় দেহ এ মন
ভাঙো তারে আবার,
প্রয়োজনে কাছে আসো
পিপাসাতে চেপে বস
নেমে আসে আঁধার।
এমন তুমি কেমনে পারো
বাচিয়ে তুলে আবার মারো
পারছি না আর সয়ে,
আঁধার দিয়ে লজ্জা ঢাকি
জীবন আমায় দিচ্ছে ফাঁকি
ব্যথার স্রোতে বয়ে।

পড়বে যে দিন ও দেহের বল
হয়তো সেদিন পাবে গো ফল
আসবে দুঃসময়
আমার মত সইতে ব্যাথা
অনিচ্ছাতে বলতে কথা
সহজ কিন্তু নয়।

প্রতিশোধের আগুন জ্বলে
থামিয়ে রাখি মিথ্যে বলে
সইছি অত্যাচার,
দেহ কিংবা মনের উপর
নিয়ে দেখ তুমি খবর
কেউ সবে না আর।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৯২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০৫/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ন্যান্সি দেওয়ান ০২/০৫/২০১৮
    Good.
  • সুশান্ত সরকার ০২/০৫/২০১৮
    অনেক সুন্দর লেখা তবে, ৫ম ও৭ম অনুচ্ছেদে ছন্দের ভীষন অমিল।
    "বাঁচিয়ে রেখে/ আবার মরো" "থামিয়ে রাখি /মিথ্যে বলে"
    ______/______, ______/______
    ৫ মাত্রা ৪ মাত্রা ৫ মাত্রা ৪ মাত্রা
    এছাড়াও অতিমাত্রা সবসময় একই হওয়া বাঞ্চনীয়।
  • সৌরভ ভূঞ্যা ০২/০৫/২০১৮
    অসম্ভব সুন্দর একটি কবিতা।
  • Sourav Bhuniya ০২/০৫/২০১৮
    Darun composition bondhu...
  • ওহ! চমৎকার এক কম্পোজিশন
    ধন্যবাদ বন্ধু
 
Quantcast