www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একটি ICU প্রয়োজন

একটি আইসিইউ প্রয়োজন ইমার্জেন্সি....................

থাক আর লাগবে না
এর ভিতর জুড়ে আছে ক্ষোভ,ব্যর্থতা,
হেরে যাওয়া আর মানসিক যন্ত্রণা।
এ কি বীর চট্টলার প্রতিদিনের হার
চারদিকে আজ ICU হাহাকার।

শুনতে কি পাচ্ছো তুমি?
চিকিৎসা না পাওয়া লাশগুলোর
বোবা কান্না আর চিৎকার।

দেখেছিলে কি কান্না সেই মুক্তিযোদ্ধার মেয়ের
কত আহাজারি, কত ছুটাছুটি
দরকার ছিল শুধুমাত্র একটি icu বেডের।
সে দিন ১০ মাসের প্রসূতি স্ত্রী নিয়ে
স্বামী পাগল হচ্ছিল এক ICU এর আশায়,
শেষ অবধি শ্বাসকষ্টে হার মানল
এই দুর্বল চিকিৎসা ব্যবস্থায়।

একটা বেডের জন্য
কত আকুতি বা করেছিল ছেলে
শেষ পর্যন্ত বাবাকে চিরবিদায়
জানাতে হলো এই ব্যর্থতার ছলে,
বলেছিল বাবাকে আর একটু,
এই যে নিচ্ছি ICU বেডে তোমায়
সেদিন বাবা কি চোখ বুঝে বুঝছিল
সেই মিথ্যা আশায়।

হেটে গাড়িতে চড়ে এসেছিল সে মানুষটি
ভেবেছিল কি একটি বার?
ফেরার পথে তার সঙ্গী হবে
এম্বুলেন্সের চিৎকার।

চারপাশের বিত্তবান মহান,
সবাই আজ মজা করছে বাসায়
কে বাচুক বা কে মারা যায়
তাতে তাদের কি আসা যায়।
জবাব কি দিতে পারবে?

প্রিয়জন হারানো সেই স্বজনদের,
এ কোন স্বাভাবিক মৃত্যু নয়,
এর দায়ভার কেবল আমাদের।

সকলে আজ অদৃশ্য শিকলে বাধা।
চারদিক একাকার।
ভালো থাকুক আপন জন,
ভালো থাকুক সকলের পরিবার।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৫১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৭/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast