www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তাহার আগমন মোর দুয়ারে

মোর দুয়ারে আসিয়াছে সন্ধ্যাতারা,
দেখিয়া আমি হইয়াছি দিশেহারা।
সে যে জোছনায় করিতেছে ঝলমল,
আমি যেন নেশাতে হইয়াছি টলমল।

মধুর মুরলি কন্ঠস্বরে ডাকিছে সে মোরে,
কহিতেছে প্রিয় আমি আসিয়াছি তোর দরবারে।
কি শুনিনু হায় মোর কর্ণ-ইন্দ্রিয় মেনে গেল হার,
একি চমৎকার নাকি মোর হৃদয়ের ভ্রম সমাহার।

তাহার কাজল আঁখির ছাউনি পাগল করিল মোরে,
পাশেতে পাইয়া, আপ্লুত হইয়া দুলিতে থাকিনু সরোবরে।
যে ছিলো মোর হৃদয়ের অন্তরালে, সে আজ নয়নের সন্ধিক্ষণে,
একাল, ওকাল, পরকাল সবিগেছি ভুলি তাহার আগমনে।

................ * ...............
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪১৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৯/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দারুণ
  • আজাদ আলী ২৯/০৯/২০১৭
    Thank you very much for your good compliment. I will try to........
  • কবি ভাল লিখেছেন।আরো ভাল আশা করছি।
 
Quantcast