www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দিন বদলের পালা

দিন বদলের পালা
*****প্রদীপ চৌধুরী****

অনেক জুলুম দেখেছি হতে
দেখেছি মরার স্তুপ,
চোখের কোণে অশ্রু দেখে
তাইতো এখন চুপ|

কাদের উপর বলবো কথা
কণ্ঠ উঁচু করে,
তাকিয়ে দেখ রাস্তা দিকে
হাজার মানুষ মরে|

মৃত্যু মিছিল চলছে শুধুই
রাস্তা, পথে ঘাটে,
এমন ভাবেই এক এক করে
ভয়ে ভয়ে দিন কাটে|

এবার হয়তো আমার পালা
সবাই বুঝি ভাবে,
মৃত্যু যেন বসেই আছে
কে তার কাছে যাবে|
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৫৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৪/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast