www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নানান কথা

প্রজাপতি তুমি একলা দাঁড়িয়ে কেন?
মেঘ করেছে তাই মন খারাপ আজ যেন|
মেঘ তুমি বারবার কেন আস?
আমার বুকে যে অশ্রুধারা জমে আছে, তাকেই তোমরা যে ভালবাসো|
ভালবাসা তুমি আঘাত কেন দাও?
আমি শত আঘাত দিয়-তবু তোমরা তো আমাকেই চাও|

স্বপ্ন তুমি রাত্রে আস কেন?
সেথাই তুমি ঘুমের মাঝে আমায় ডেকে আনো|

আচ্ছা এবার তুমি বল মন- তোমার কিসের এত রাগ?
যাও, তুমি একলা কাঁদো, আমায় দাওনা তো তার ভাগ|

কান্না তুমি ঝড়ো না আর- শান্ত হয়ে থাক|
আমি তোমার পাশেই আছি- দূর আকাশে দেখ|
আকাশ তুমি রোদ্রু হয়ে আসবে নাকি নেমে!
তোমায় আমি একলা ফেলে যায় কখনো থেমে?
স্বপ্ন তুমি বিদায় নিয়ে আবার এসো পরে|
আচ্ছা, বুঝি বিদায় দিলে, রাখবে নাকো ঘরে|
তুমি বুঝি রাগ করলে-আমার কথা শুনে!
না বন্ধু রাগ করিনি- তুমি আছ মোর মনে|
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৬২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০৩/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • হাসান কাবীর ১৪/০৩/২০১৬
    চমৎকার।
  • ভাল লাগলো। প্রকৃতির সাথে কথপোকথন... বেশ লাগলো।
    ঝড়ো> ঝরো হবে।
  • প্রনয় চাকমা ১৪/০৩/২০১৬
    সুন্দর এবং সাবলীল লেখনি ।
  • চমৎকার।
  • মাহাবুব ১৩/০৩/২০১৬
    ভালো হয়েছে, শুভেচ্ছা কবি।
  • পরশ ১৩/০৩/২০১৬
    দারুন
  • মোঃ ফিরোজ হোসেন ১৩/০৩/২০১৬
    লিখে যান, ভাল লাগলো।
  • ভালো লাগলো অন্তমিল হলেই সেটা কবিতা হয়ে ওঠে না। মাত্রার দিকে খেয়াল রাখবেন। কেনো এর সাথে আনো মেলে না। থাকার সাথে দেখা দুর্বল মিল
  • মোঃ সরব বাবু ১৩/০৩/২০১৬
    ভাবটা কেমন উড়ো উড়ো মনে হচ্ছে....!
 
Quantcast