www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আকাশ ভেলার পথে

হাওয়ায় আমি ভেসে যাব
ঐ আকাশের তীরে|
নইতো কোথাও মিলিয়ে যাব
ঐ তারাদের ভিড়ে||
অনেক খুঁজেও পাবেনা আর
আমার পথের দিশে|
হয়তো তুমি ক্লান্ত হয়ে
থেমে যাবে শেষে||
তবু আমি আসবনা আর
আকাশ থেকে নেমে|
পথ যতই হোকনা কঠিন
তাও যাব না থেমে||
প্রিয় জনের চোখের জলে
সাগর যাবে বয়ে|
হয়তো আমি দেখবো এসব
সন্ধ্যা তারা হয়ে||
ভালবাসার পৃথিবীটা
থাকবে না আর কাছে|
যেসব ছিলো স্মৃতি আমার
তাও যাবে সব মুছে||
তবে কিসের ভালবাসা
কিসের এত টান?
যখন আমি থাকব না আর
বেরিয়ে যাবে প্রাণ||
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫১১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০১/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অসাধারণ শব্দ গাঁথনি মালা!
  • হরেকৃষ্ণ দে ২৪/০১/২০১৬
    বেশ ভালো।ছন্দে ভরা মনোমুগ্ধ কর কবিতা।ভালো থাকবেন।
  • লোকমান হাকিম ২৪/০১/২০১৬
    তৃতীয় লাইনটা একটু দেখবেন।
  • অনেক ভাল ।
  • নির্ঝর ২৪/০১/২০১৬
    অনেক সুন্দর হয়েছে
  • খুব ভাল লাগলো। মাত্রার প্রয়োগ যথার্থ হয়েছে।
  • দারুন॥
  • নির্ঝর ২৩/০১/২০১৬
    দারুণ ছন্দ.....................
  • তারুণ্যে স্বাগত।
    কবির কল্পনায় শেষের সেদিনের ছবি। ছন্দ ভালো।
    কাছের সাথে আছে মেলে , গাছে , পাছে ইত্যাদি মেলে , মুছে নয়।
    আকাশের তীর হয় ?
 
Quantcast