www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মা

‘ মা ' – ছোট্ট একটা শব্দ ,
কিন্তু কি বিশাল তার পরিধি !
এর বিশালতা সুনীল আঁকাশ কে হার মানায় ।
মায়ের স্নেহ-মমতার কাছে
হার মানে কালবৈশাখীর ঝড় ও।
যার মুখের দিকে তাকালে ভোলা যায়
মনে জমে থাকা হাজার কষ্ট ।
তিনি আমাদের গর্ভধারিনী ৷
মায়ের হাসিতে উতপ্ত মরু হতে পারে
সবুজের গালিচা ।
মধুর ডাক মা ।
যার ভালোবাসা কখনো ফুরোয় না ।
আল্লাহ এর শ্রেষ্ঠ নেয়ামত ।
হতভাগ্য সে , যার মায়ের স্থান হয় বৃদ্ধাশ্রমে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৫১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/১০/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বিকাশ দাস ১৪/১০/২০১৫
    এ দোষের দোষী আমরাই। এক আপনজনের জন্য আর এক আপনজন কে দুরে সরিয়ে রাখি।.
  • দারুণ , ভালো লাগলো পড়ে..
    • Md. Ashik Hossain Rone ২১/১০/২০১৫
      ধন্যবাদ কবিবন্ধু ।
      আপনার সুন্দর মন্তব্যে অনুপ্রেরনা
      পেলাম ।
      ভালো থাকুন সবসময়...।
  • ঋজু কবি ১৩/১০/২০১৫
    বেশ সুন্দর মা কে নিয়ে আপনার লেখা কবিতাখানা ।
  • যার ভালোবাসা কখনো ফুরোয় না ।
    আল্লাহ এর শ্রেষ্ঠ নেয়ামত ।
    হতভাগ্য সে , যার মায়ের স্থান হয় বৃদ্ধাশ্রমে ।
    -ঠিক বলেছেন কবি।
    দারুন লিখেছেন।
  • Md. Ashik Hossain Rone ১৩/১০/২০১৫
    আন্তরিক ধন্যবাদ কবি
    । ভালো থাকবেন।
  • শমসের শেখ ১৩/১০/২০১৫
    মাকে নিয়ে অনেক ভালো লিখেছেন, তবে ছন্দের প্রভাব দেখাতে পারেননি তারপর ও এগিয়ে যান
  • মাহফুজুর রহমান ১৩/১০/২০১৫
    " হতভাগ্য সে , যার মায়ের স্থান হয় বৃদ্ধাশ্রমে । "
    কবি বোঝাতে পারলাম কি ? যতি চিহ্ন ব্যবহার করলে তা অতি সাবধানে করতে হয় । নতুবা বাক্যের রূপ পরিবর্তিত হয়ে বিরূপাকার হয়ে যেতে পারে !!!
  • আবেগ ভালো। একটু গুছিয়ে লিখুন ভাই।
 
Quantcast