www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রেম করনা

প্রেম করনা, প্রেম করনা
প্রেমের অনেক রং
প্রেম করিলে দেখতে পাবে
প্রিয়ার নানান ঢং ।

আজকে যেমন কালকে তা নয়
পরশু যাবে পাল্টে,
জীবনের সে রঙিন পাতা
দেবে সেওতা উল্টে ।

নারীরই মন এই দুনিয়ায়
চেনা বড় দায়,
এই কথাটি চুল পরিমাণ
নয়রে মিথ্যে নয়।

আপন স্বার্থে বাসবে ভাল
বলবে জানের জান,
ফুরালে তার স্বার্থ আবার
করবে অপমান ।

স্বার্থনেষী মানুষ তারা
স্বার্থ নিয়েই ভাবে,
তারই সাথে প্রেম করিলে
দুঃখ শুধুই পাবে ।

প্রেমই জীবন, প্রেমই মরণ
প্রেমই সকল চাওয়া,
মিথ্যে হবে জীবন তবে
না হলে তা পাওয়া ।

প্রেম শুনেছি সুখের ক্ষনি
সুখ সকলেই চায়,
দেখিনি কেউ সুখে আছে
প্রেমেতে সুখ পায় ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৮০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৩/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • প্রেমের নেগেটিভ দিক সুন্দর ফুটে উঠেছে !
 
Quantcast