www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সাধ

আমারোত সাধ ছিল ভাই
যুদ্ধ আমি করব ।
বুকের তাজা রক্ত দিয়ে
দেশটা স্বাধীন করব।
জন্ম কেন দেয়নি বিধী
সেই সময়ের কালে?
যখন দেশটা বন্দী ছিল
পাক সেনাদের জালে ।
শাসন নামে করত শোষণ
আমাদের এ বাংলা ।
ভাই-বোনেদের সইলনা আর
এমন নিষ্ঠুর জ্বালা।
বুকের তাজা রক্ত দিল
প্রাণটা দিল ঠেলে
লাল সবুজের পতাকাটা ঐ
গগণে দিল তুলে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬০৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast