www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আলাদা ওদের চেয়ে

আমি মানুষ সব আছে ঠিক
আলাদা ওদের চেয়ে
ব্যস্ত- থাকি সকল সময়
আমার পৃথিবী নিয়ে।
সৃষ্টির মাঝে সুখ পাই আমি
সৃষ্টি আমার কর্ম
খররোদে আমি বৃষ্টি ঝরায়
এইতো আমার ধর্ম।
যখন ওরা গোলাপ হাতে
মেয়েদের পিছে ঘুরছে।
তখন এ-মন নির্মলেন্দুগুন এর
ক্ষেত মজুর কাব্য পড়ছে।
প্রেমিক যখন প্রিয়ার কাছে
প্রেমের কবিতা আওড়ায়
নুতন কবিতা লিখতে তখন
ব্যস্ত- আমার দিন যায়।
যখন ওদের যাচ্ছে দিনটা
আড্ডা দিয়ে চলে
তখন আমার যাচ্ছে সময়
প্রগতীর কথা বলে।
ওদের যখন মোবাইলে বসে
ঢংএর আলাপ বলে
তখন আমার গানের আভোগে
ছন্দের দ্বন্দ চলে।
মদ তাড়ি ভাঙ্গ খেয়ে ওরা
করছে মাতা মাতি
মীর মোশাররফের বিষাদ সিন্দু
জীবন চলার সাথী
ভালবাসা পেতে ব্যস্ত- ওরা
প্রেমেতে উন্মূখ
শাপ মোচনের মাঝে আমি
পেতে চাই মহা-সুখ
পরকিয়া প্রেমে মত্ত ওরা
খুঁজছে স্বর্গ সুখ
সরমে তখন ঢাকছি আমি
আধুনিকতার পিছে মুখ।
যখন ওরা পার্কে বসে নোংরামী
প্রেম করছে।
তখন কবি কলম হাতে
সভ্যতার লাগাম ধরছে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৬০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast