www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এ কেমন গণতন্ত্র

অবাক লাগে ভেবে
মানুষগুলো সংশোধন হবে যে কবে
এ গণতান্ত্রিক দেশে কই এর তেলে কই ভাজায়
হাজারো মানুষ যাচ্ছে ফেঁসে।

এ কেমন গণতন্ত্র ?
সার্বিক পরিস্থিতি দেখলে পাগলের মতো হাসি পাই
এমন পরিস্থিতির গণতন্ত্র উদ্ধারে
এত আপামর জনসাধারণ প্রাণ হারায়!

দেশ, মাতৃকার টানে প্রাণ দিয়ে
লাখো শহীদ ত্যাগ কাকে বলে হাতে কলমে দেখিয়েছে
এমন দেশে ক্ষমতার দৌড়ে রক্তক্ষয়ী সংঘর্ষ সহ
কোটি মানুষকেই বেকুব বানাচ্ছে।

জনগণ সকল ক্ষমতার উৎস
তা শুধুই কাগজে কলমে সীমাবন্ধ রয়েছে;
রাজপথে জালাও পোড়াও, হরতাল মিছিল করে
মনে হয় গণতন্ত্রকে গলা চেপে ধরেছে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৮৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • স্বপন শর্মা ৩১/০১/২০১৫
    সময়পযোগী...
  • নাজমুল আহসান ৩১/০১/২০১৫
    রাজনীতির নষ্টহাত গণতন্ত্রের গালে চপেটাঘাত
  • ঐশ্বরিক হিমা ৩১/০১/২০১৫
    এখন যেন সবকিছুতেই লেগে থাকে দন্দ
    ভাবছি শুধু এটাই আমি, দেশ-জাতির ভবিষ্যৎ হবে নাতো অন্ধ!
  • সবুজ আহমেদ কক্স ৩০/০১/২০১৫
    ভালো হয়েছে লিখতে থাকুন ............।শুভেচ্ছা রইল.........
  • হবে না ভাই যতদিন না বিবেগ উন্নত হবে
  • রক্তিম ৩০/০১/২০১৫
    সত্যি কি আমাদের কিছু করার নেই ? আছে আছে ।
    • সুব্রত দাশ আপন ০২/০২/২০১৫
      আমাকের কিছু করার থাকবে না কেন, আমাদের কাছে একটাই পথ ঘুমিয়ে থাকা বিবেককে জাগ্রত করতে হবে।
  • ফিরোজ মানিক ৩০/০১/২০১৫
    গণতন্ত্রের রক্ষা নেই, সারা দেশে খুন গুম জুলুম অবসান হবে কি হবেনা তাও আমাদের জানা নেই।
    • সুব্রত দাশ আপন ০২/০২/২০১৫
      আসলে রাজনীতি হচ্ছে পলিটিক্যাল বিজনেস। এ বিজনেসে আমাদেরকে কাজে লাগিয়ে আমাদেরকেই বলির পাটা বানাচ্ছে।
 
Quantcast