www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

গণতন্ত্রের গেইটের দরজা আজ তালাবদ্ধ

সালাম, বরকত, শফিউর, রফিক, জব্বার
যেন কবর থেকে করছে চিৎকার
গর্জে উঠো আরেক বার
এ সংগ্রাম আমাদের গণতন্ত্রকে রক্ষা করার।

বাক স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য
কত মানুষ অকালে প্রাণ দিল
গণতন্ত্রের গেইটের দরজা আজ তালাবদ্ধ
এমন পরিস্থিতির বাংলাদেশে
শহীদদের ত্যাগের বিনিময়ে কিবা পেল।

আজ পথেঘাটে মানুষ খুন
জঙ্গিবাদের প্রকাশ্যে মানুষ খুনের পরিকল্পনাকেও
হার মানাচ্ছে,
জাতির কি প্রতিবাদের ভাষা জানা নেই
রাঘব বোয়ালরা দেশটাকে মায়ের ভোগে পাঠাচ্ছে।

তবে কি শহীদের রক্ত বৃথা যাবে
রক্তে অর্জিত স্বাধীন বাংলাদেশে,
গণতন্ত্র নামধারী রাজনৈতিক ব্যবসায়
সাধারণ জনতা আজীবন কি যাবে ফেসেঁ?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৭২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • নাজমুল আহসান ৩০/০১/২০১৫
    ভাল লেখেছেন । ধন্যবাদ ।
  • হাসান কামরুল ২৯/০১/২০১৫
    বেশ ভালো লাগলো।
  • সবুজ আহমেদ কক্স ২৯/০১/২০১৫
    ভালো লাগলো ........................
  • আবিদ আল আহসান ২৮/০১/২০১৫
    সুন্দর হইছে
  • ঠিকই লিখেছেন। গণতন্ত্র তালাবন্দি।
    • সুব্রত দাশ আপন ২৯/০১/২০১৫
      অসংখ্য ধন্যবাদ কবি ভাই আপনাকে। কবিতাটি আপনি ভাল করে পড়ে মন্তব্য দেওয়ার জন্য। শুভেচ্ছা গ্রহণ করবেন।
  • ফিরোজ মানিক ২৮/০১/২০১৫
    দেশে নেই কোন গণতন্ত্র, জ্বালাও পুড়াও জুলুমবাজি এটাই আজ মূলমন্ত্র। শুভেচ্ছা রইল।
    • সুব্রত দাশ আপন ২৮/০১/২০১৫
      দেশের চলমান পরিস্থিতি আসলে ব্যক্তিগত স্বার্থের কারণে হচ্ছে। আসলে দেশকে ভালবেসে আমরা দেশের কাজ করতে পারি না। শুধুই ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্যই আমাদের রাজনীতি করা।
  • কবিতার উপলব্ধি চমৎকার। তবে এই ধরণের কবিতায় অনুপ্রাস বর্জন করলেই ভাবের বিচ্ছুরণটা ভালো হয়। কেনোনা অনেক ক্ষেত্রে অনুপ্রাস কাব্যকে সংকুচিত করে ফেলে। ভালো লাগা রইলো কবি।
  • হাসান ইমতি ২৮/০১/২০১৫
    আম কলা আমরা খেতে পাই না
    তবুও নামের আম পিছু ছাড়ে না
    এ হল সব দোষে দোষী আম জনতা ...
    • সুব্রত দাশ আপন ২৮/০১/২০১৫
      সব দোষ আসলে জনতার মনে হয়। কেননা গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের সুফল ভোগ করার জন্য অধিকার প্রয়োগ করে ভোট দিয়ে।
  • তাইতো যাচ্ছে। বাংলার মানুষ কে জেগে উঠতে হবে।
    • সুব্রত দাশ আপন ২৮/০১/২০১৫
      ধন্যবাদ বস আপনাকে। আসলে আমাদের জেগে উঠতে হবে। বাচাঁতে হবে দেশের মানুষ গুলোকে, রক্ষা করতে হবে দেশটাকে। জাগো জনতা।
 
Quantcast