খুবই দুঃখ হচ্ছে নিজের জন্য
খুবই দুঃখ হচ্ছে নিজের জন্য। একটা ভ্রান্তিতে আচ্ছন্ন হয়ে আমার জিবনের তিনটি গুরুত্বপূর্ন বছর সম্পূর্ন নষ্ট হয়ে গেল!!!এটার জন্য আমার বিকৃত মানসিকতাই দায়ী। আমি তাদের কোনো দোষ দেইনা যারা আমাকে দাবার গুটি বানিয়েছিল, মজা নিয়েছিল আমাকে যন্ত্রনাময় একটি সময় উপহার দিয়ে। সব দোষ আমার, কারন আমি কেন বুঝতে পারিনি কেউ আমাকে প্রহশন করছে! কেন আমি এক লাইন বেশি বুঝা ছেলে এটা বিষয়টা বুঝতে পারলাম না। যাহোক, তাদের প্রতি আমার একটা অনুরোধ- তোমরা আমার সেই সময়গুলো ফিরিয়ে দাও যা আমার জন্য ভীষন মুল্যবান ছিল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৯/১২/২০১৪প্রথম লেখা , আসরে আপনাকে স্বাগতম জানাচ্ছি। এত বিষন্নতা কেনো জীবনে। খারাপ অতীত গুলো কে ভুলে গিয়ে সামনে এগিয়ে যাওয়া ই বুদ্ধি মানের কাজ। যদিও আমি জানি না আপনার জীবনে কি হয়েছে। তবে শুভ কামনা আপনার জন্য যেনো সব কিছু ঠিক হয়ে যায়।