www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পরাজয়

মেঘে ঢাকা আকাশটা
নিদারুন কষ্টে হয়তো
এখনি কাদঁবে;ঝরাবে জলের নহর ।
অঝর জল ধরে রাখার
অধীকার তার আজ রইলোনা ।
সীমাহীন বলেই !
সীমাহীন ভালোবাসাকেও
প্রেমিক কি পারে ধরে রাখতে ?
কিংবা আয়ত্বে আটকাতে ?
সব কিছুর একটা সীমা থাকতে হয়
লোকগুলো বলে !
সীমাবদ্ধ আকাংখারাই
কেবল হেরে যায় !
আমি জানি;সন্দেহাতিত জানি !
ফুলের পাপঁড়ি ঝরে যাওয়াতে
এক ধরনের পরাজয় আছে
অথচ-
সেই পরাজয়ে লুকিয়ে থাকে
নব জন্মের সম্ভাবনা ।
সে সম্ভাবনাকেই
আজ আমি
ধারন করে আছি...!
আছি বিশ্বাস নিয়ে;তোমাতেই আছি
যদি পাই...!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৭১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৮/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বেশ ভালো।
  • আসোয়াদ লোদি ১৬/০৮/২০১৪
    সেই পরাজয়ে লুকিয়ে থাকে
    নব জন্মের সম্ভাবনা ।
    অত্যন্ত সুন্দর ও গুরুত্বপূর্ণ কথা । তবে কবিতার নামকরন আর পরাজয় কেন ?
  • সুন্দর ভাবনা !
  • ইমন শরীফ ১৬/০৮/২০১৪
    মন বলছে পাবেন।
  • Shopnil Shishir(MD.Shariful Hasan) ১৬/০৮/২০১৪
    osadaron
  • রামবল্লভ দাস ১৬/০৮/২০১৪
    দারুন
 
Quantcast