www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার জন্য

বাড়ী বদল, একান্নবতি সংসার ভাঙা, আলাদা হাঁিড়তে ভাত
সব. সবতো তোমার জন্য নাকী ?
তোমার দাবিতে অনঢ় তুমি ; ঠিকই নিয়েছো হাতিয়ে আমায়
আমার পরিচয় , ইহ পর সব কিছুই
বলতে পারো বাকী থাকলো কি ?
বাকী তো কেবল সারা জীবনের সন্চিত বিশ্বাস
তুমি পারোনি পারবেও না কোনদিন নিতে তার একরত্তি !
প্রমত্ত এ খেলার দাঁিড় তুমি কোথায় টানবে
বলতে পারো ?
আমায় নিয়ে ভাবছেনা কেউ কাব্য সাধক অথবা মাতাল বলে
ভাবছে দেখো তোমার কথাই
যাদের তুমি পর করেছো , ঘড় ছেড়েছো স্বপ্ন রঙিন
আমার কাছে যা সব ফিকে !
অবসাদ টুকু জীর্নতার কাছে নিদ্রার চায় অধিকার
তুমি কার কথা রাখবে বলো-
একজন কবির নাকী স্বামী অথবা সন্তানের ?
আজ তুমি দ্বীধাগ্রস্থ নও , নও অলক্ষীর শান্তনা
তোমাকে বলতেই হবে
ঘড় ভেঙেছো কোন খেলার নেশায়
ঘোরটা কাটলে যা মিথ্যে হবে !
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৫৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০৬/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • এস,বি, (পিটুল) ০৭/০৬/২০১৪
    হাতের লেখা সুন্দর।
    সুধু তোমার জন্য।
  • কবি মোঃ ইকবাল ০৬/০৬/২০১৪
    অসম্ভব সুন্দর লিখনী।
    • ধন্যবাদ কবি লেখা পড়বার
      জন্য,ভালো থাকবেন....
 
Quantcast