www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হৃদয়ে তুমি

শ্রাবণের মেঘলা আকাশে
একফালি রোদের মত
উঁকি দিয়ে চলে যাও কেনো?
সারা অঙ্গ রাঙ্গিয়ে দিয়ে
থেকে যেতে পারো না,
বৃক্ষ হয়ে বুনো।
তোমার আর্বিভাব
আমি যখন লক্ষ করি,
হঠাৎ করে,
ঠিক তখনি কেন জানি
অবাক এক ঘোমটা পরে,
যাও সরে।
তুমি আসবে বলে
দৃষ্টির দৃষ্টতা গগণ কোণে রাখি,
চলে যাবে যাবে চলে,
এই ভাবনায় আনমনা থাকি।
জানিনা কি অপরাধে
ঝরো-ঝরো ঝরে শ্রাবণ কণা!
তুমি আসবে বলে
আগলিয়ে সে পথে,
কালো হয়ে বাঁধে ফনা।
কখনো বুঝতে পারি না
কি ব্যাথা বুকে তাহার,
কেন এই অজস্র শ্রাবণ;
আধো দেখিনা কভুও দেখবো কিনা
রৌদ্রকে বুকে নিয়ে করবে আপন!
শ্রাবণের হৃদয় গগণে
রৌদ্রের ঠাঁই হবে কিনা জানিনা,
তবে আমার হৃদয়ে শুধু
তোমার স্থান, নেই কোন বিরহবীণা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২৪৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/১০/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • রবি ২৪/০৪/২০১৯
    খুব সুন্দর
  • অনেক সু্ন্দর। ধন্যবাদ।
  • মোঃ মুলুক আহমেদ ১৩/১২/২০১৫
    ভালো|
  • মৃণ্ময় আলম ০১/১১/২০১৫
    ভাল লাগলো দাদা
  • ২৪/১০/২০১৫
    সুন্দর লাগল কবিতাটি ।
    শুভেচ্ছা রইল ।
  • মোঃনাজমুল হাসান ২৩/১০/২০১৫
    ভালো লাগলো
  • মুরাদ হোসেন ২৩/১০/২০১৫
    সুন্দর
  • রাশেদ খাঁন ২১/১০/২০১৫
    সুন্দর
  • মনপ্রাণ ছুঁয়ে যাওয়া কবিতা।
    • শমসের শেখ ২১/১০/২০১৫
      গুরু আনন্দিত করলেন, ধন্যবাদ মন থেকে।
    • রাশেদ খাঁন ২১/১০/২০১৫
      ঠিক বলেছেন
  • মাহফুজুর রহমান ২১/১০/২০১৫
    কবিতা লিখতে হলে পড়াশুনা লাগে , আর কিছু বলতে পারবনা !!!
    • শমসের শেখ ২১/১০/২০১৫
      আপনার মনে হয় ইতিহাস সম্পর্কে ধারনা একটু কম আছে। রবীন্দ্রনাথ, নজরুলের সাথে বোধ হয় দেখা হয় নি। তাছারা কবিতা বুঝতে হলে হৃদয়ের চোখ লাগে, বার বিভেক তো আর এক নয়। পরামর্শের জন্য ধন্যবাদ।
  • ঋজু কবি ২১/১০/২০১৫
    খুব সুন্দর লেখনী । বানান গুলো দেখবেন কবিবন্ধু ।
    • শমসের শেখ ২১/১০/২০১৫
      অনেক ধন্যবাদ কবি গুরু।
      • ঋজু কবি ২১/১০/২০১৫
        না ,না , কবিবন্ধু
        কবি গুরু বলোনা ,
        তার সাথে আমার হেথা
        হবে না গো তুলনা ।
        ভাবি আমি অতো শত,
        কি বা বুঝি তার মানে -
        ছন্দ আমার গন্ধে ভাসে,
        তার খবর আর কে বা জানে !
        তবু কি গো আমার
        হয় তুলনা ওর সাথে
        ওর বাসস্থান মাউন্ট শিরে,
        আর আমার খাতে ।

        বানান গুলো -

        আঁকাশ-আকাশ ।
        উকি- উঁকি ।
        যানি - জানি ।
        অভাক - অবাক ।
        স্রাবনের - শ্রাবণের ।
        রোদ্রের - রৌদ্রের ।
        ঠাই- ঠাঁই ।
  • এম এস সজীব ২১/১০/২০১৫
    Very nice
  • Md. Ashik Hossain Rone ২০/১০/২০১৫
    সুন্দর লিখেছেন কবি।
 
Quantcast